× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ দূতাবাসে তাসকিন-মঈনদের হাস্যোজ্জ্বল দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১২ এএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৭ পিএম

ব্রিটিশ দূতাবাসে তাসকিন-মঈনদের হাস্যোজ্জ্বল দিন

আদিল রশিদ এবং জোফরা আর্চারকে যাত্রী বানিয়ে যেন তর সইছে না রিকশা চালক মঈন আলির। চালকের আসনে বসা তাসকিন আহমেদেরও পছন্দ একই যাত্রী। ইংল্যান্ড ও বাংলাদেশ দলের সদস্যদের এমন হাস্যজ্জ্বল ছবি দেখা গেছে ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে।

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসা ইংল্যান্ড দলকে ডেকে ছিল ইংলিশ দূতাবাস। সেখানে আমন্ত্রণ পান মুশফিক-তাসকিনরাও। বিসিবির পাঠানো ছবিতে দেখা যায়, দুদলের তারকারা বেশ হাসিখুশি সময় কাটিয়েছেন সেখানে।

ব্রিট-বাংলা বন্ধনে মেতেছিলেন দুদলের ক্রিকেটাররা                                ছবি: বিসিবি

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে বেলা বারোটায় মাঠে নামবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। ১ মার্চের পর দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। তিনদিন পর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ

ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দল

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিঞ্চ, ক্রিস ওকস ও মার্ক উড।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা