× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইপিএল কাপ

ক্যাসল দুর্গ ধসিয়ে র‌্যাশফোর্ডদের শিরোপা উল্লাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪১ এএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৩ এএম

ক্যাসল দুর্গ ধসিয়ে র‌্যাশফোর্ডদের শিরোপা উল্লাস

দুদলেরই ছিল ইতিহাস গড়ার হাতছানি। সহজ করে বললে, শিরোপাখরা ঘোচানোর অন্যতম সুযোগ। ওয়েম্বলিতে অর্ধযুগ যাবৎ চলা সেই খরা ঘুচিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডের অর্ধশতাব্দীর বেশি সময়ের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে এরিক টেন হাগের দল, ২-০ ব্যবধানে লিগ কাপের ফাইনাল জিতে র‌্যাশফোর্ড-কাসেমিরোরাও মেতেছে ইতিহাস গড়ার উল্লাসে। গত পাঁচ মৌসুমে এটিই রেড ডেভিলদের প্রথম ট্রফি।

ওয়েম্বলিতে সর্বশেষ নয় ম্যাচের সব কটিতেই হার দেখল নিউক্যাসল। সোমবার রাতে শিরোপার মঞ্চে প্রথমার্ধের দুই গোলেই পরে নির্ধারণ হয়েছে ট্রফির হিসেবনিকেশ। খেলার ৩৩ মিনিটে দলকে এগিয়ে দেন কাসেমিরো। অন্য গোলটি আসে প্রতিপক্ষের ভুলে। 


বল দখলে পিছিয়ে থাকলেও গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণে দাপট দেখিয়েছে ওল্ড ট্রাফোর্ডের দল৷ ৪০ শতাংশ বল দখলে রেখে টেন হাগের দল নিয়েছিল ১৫টি শট, লক্ষে ছিল ১০টি৷ বিপরীতে নয়টি শটের দুটি মাত্র লক্ষে রাখে ক্যাসল।

শিরোপার মঞ্চে দাপুটে শুরু শেষ পর্যন্ত ধরে রাখে ইউনাইটেড। ৩৩ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। কারাবাও কাপে লুক শয়ের পাস থেকে লিড আনেন কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ড তারকায় এগিয়ে যাওয়ার পর স্কোরলাইন ২-০ করে দেন ক্যাসলের রক্ষণ তারকা সভেট বোটম্যান।

ইপিএল কাপের ফাইনালে বোটম্যান চতুর্থ খেলোয়াড় যিনি নিজেদের জালে বল জড়ালেন৷ এরআগে ১৯৭৭ সালে রজার কেনন, ১৯৮৫ সালে গর্ডন চিসলোম এবং ২০০৫ সালে স্টিভেন গেরার্ড নিজেদের জালে বল জড়িয়ে খল নায়ক হন। 

প্রথমার্ধের স্কোরলাইন পরে দ্বিতীয়ার্ধেও ধরে রাখে ইউনাইটেড। লিগ কাপের তৃতীয় সফলতম হয়ে উঠেছে ইউনাইটেড। এ নিয়ে ১০বার লিগ কাপের ফাইনাল খেলেছে ইউনাইটেড, জিতেছে ৬টিতেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা