× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএলে রান পেলেন পরীক্ষিতরাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৬ এএম

বিসিএলে রান পেলেন পরীক্ষিতরাই

ইংল্যান্ড সিরিজের দামামা বাজতেই কক্সবাজার ও বগুড়ায় শুরু হয়েছে বিসিএলের তৃতীয় রাউন্ড। দুই ভেন্যুতেই রানের দেখা পেয়েছেন পরীক্ষিত ক্রিকেটাররাই। বগুড়ায় বিসিবি সাউথ জোনের হয়ে সেঞ্চুরি পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম ও কক্সবাজারে হাফসেঞ্চুরির পর সেঞ্চুরির পথে আছেন বিসিবি নর্থ জোনের অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলাম। 

বগুড়াতে গতকাল প্রথম দিনে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে পুরো দিন ব্যাটিং করে ৭ উইকেটে ২৮১ রান তুলেছে সাউথ জোন। সাউথ জোনের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ১১তম সেঞ্চুরির দেখা পান সাদমান। পেসার আবু হায়দার রনির বলে বোল্ড হওয়ার আগে ২৪০ বলে ১৩০ রান করেন। সাউথ জোনের ওপেনার ফজলে মাহমুদ রাব্বি ১৩৩ বলে করেন ৫০ রান। দিনশেষে নাসুম আহমেদ ২৫ ও সুমন খান ৪ রানে অপরাজিত আছেন। সাউথ জোনের হয়ে ৩ উইকেট নেন পেসার আবু হায়দার রনি। ৫ ওভারে ১৭ রান দিয়ে সৌম্য সরকার নেন ২ উইকেট। 

অন্যদিকে কক্সবাজারে কেউ সেঞ্চুরি না পেলেও নাঈম ইসলাম ওই পথে আছেন। দিনশেষে ২০৭ বলে ৭৫ রানে অপরাজিত আছেন তিনি। বিসিবি নর্থ জোনের অন্য ব্যাটারদের কেউই হাফসেঞ্চুরির কোটা পার করতে পারেননি। তানজিদ হাসান তামিম (৪৫), মাহমুদুল হাসান জয় (৪২) ও নাসির হোসেন (৪৬) কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি পাননি। তাদের ব্যাটে ভর করে বিসিবি নর্থ জোন দিনশেষে ৬ উইকেটে তুলেছে ২৮৮ রান। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে আবু জায়েদ রাহি তিনটি ও স্পিনার তানভীর ইসলাম দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি সেন্ট্রাল জোন ও বিসিবি সাউথ জোন

বিসিবি সাউথ জোন : ২৮১/৭ (সাদমান ১৩০, ফজলে মাহমুদ রাব্বি ৫০, রনি ৩/৪০, সৌম্য ২/১৭)।

বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন

বিসিবি নর্থ জোন : ২৮৮/৬ (নাঈম ৭৫, নাসির ৪৬, রাহি ৩/৯৩, তানভীর ২/৫৫)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা