× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সা-ম্যানইউ : শক্তিমত্তা দেখানোর মঞ্চ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪২ পিএম

বার্সা-ম্যানইউ : শক্তিমত্তা দেখানোর মঞ্চ

দুঃসময়কে দূরে ঠেলে দুদলই উড়ছে। স্প্যানিশ লা লিগা মাতাচ্ছে বার্সেলোনা। অন্যদিকে প্রিমিয়ার লিগে টেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেড যেন চমকের নাম। পাঁচ বছর আগে শিরোপা জেতা ক্লাবটিকে এবার হাতছানি দিয়ে ডাকছে চারটি শিরোপা। যার একটিতে শিরোপা উঁচিয়ে ধরে পরের ধাপে যেতে আজ রাতেই মাঠে নামছে দলটি। ইউরোপা লিগে প্লে অফের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে তারা। বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে।

দু’দলের লড়াইকে সেয়ানে সেয়ানে লড়াই বলা যায়। কেননা সবশেষ পাঁচ ম্যাচে একটিও হার নেই কারও। মাঠের ফুটবলে দারুণ সময় পার করছে দু’দল। সব প্রতিযোগিতাতেই জয়জয়কার দু’দলের। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান বার্সেলোনার। ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৬। অন্যদিকে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান রেড ডেভিলদের। শীর্ষে থাকা আর্সেনাল থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে তারা। যেভাবে ছুটছে দলটি তাতে চলতি প্রিমিয়ার লিগ শিরোপার অন্যতম দাবিদারও। এছাড়া টেন হ্যাগের দল এরই মধ্যে কারাবাও কাপের ফাইনালে পা দিয়েছে। এফএ কাপেও পঞ্চম রাউন্ডে রয়েছে দলটি। 

আরও পড়ুন: বিপিএলের প্রাইজমানি কত?

আরও পড়ুন: শীর্ষে উঠেও আর্সেনালকেই টপার মানছেন গার্দিওলা

ইউরোপা লিগের প্লে-অফ রাউন্ডের ম্যাচেও একই পথে এগোতে চাইবে টেন হ্যাগের দল। দলটির শক্তির একটা বড় অংশ জুড়ে রয়েছে মার্কাস র‌াশফোর্ড। কেননা, গত কদিন ধরেই দলটির টানা সাফল্যের পেছনের মূল হাতিয়ার তিনি। এছাড়া জেডন সানচো, ফ্রেড, কাসেমিরো ও ব্রুনো ফার্নান্দেজ হয়ে উঠতে পারেন বার্সার ভয়ের কারণ।

তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে জুরি নেই বার্সার। তাছাড়া জাভির বার্সা এখন অনেকটাই বদলে গিয়েছে। মধ্যমাঠে দীর্ঘদিন ধরেই জাভির আস্থার নাম ডি জং। ম্যানইউর ভয়ের কারণও তিনি। এছাড়া আক্রমণভাগে রাফিনিয়া, পেদ্রির সঙ্গে ম্যানইউ শিবিরে কাঁপন ধরাতে পারেন গাভি ও লেভান্ডোভস্কি। কেননা এই প্রতিযোগিতায় লেভান্ডোভস্কি যেকোনো প্রতিপক্ষের জন্যই ভয়ের কারণ। এখন পর্যন্ত ৩৭ ইউরোপা ম্যাচে এই পোলিশ তারকার গোল ৪৫টি। 

এছাড়া ম্যানইউর বিপক্ষে অতীত পরিসংখ্যানও কথা বলছে বার্সার পক্ষেই। এখন পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ১৩টি ম্যাচে। যেখানে রেড ডেভিলদের তিন জয়ের বিপরীতে ৬ জয় আছে বার্সার। বাকি ৪টি ম্যাচ হয়েছে ড্র। এ ম্যাচে বার্সা বধে ৪-২-৪ ফরমেশনকে বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি টেন হ্যাগের। অন্যদিকে জাভি দল সাজাতে পারেন ৪-২-৩-১ ফরমেশনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা