× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে আরসিবির পরামর্শক সানিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১১ পিএম

আইপিএলে আরসিবির পরামর্শক সানিয়া

কদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস শিরোপা জিতেছেন সানিয়া মির্জা। এরপর সেখানেই দিয়েছেন অবসরের ঘোষণা। তার দীর্ঘ টেনিস ক্যারিয়ারে রয়েছে ছোট বড় অসংখ্য শিরোপা। কঠিন সব প্রতিযোগীদের সঙ্গে লড়াই করেছেন বুক চিতিয়ে। ক্যারিয়ারের দুঃসময়ে সয়েছেন সমালোচনা। সেই জবাবটা বরাবরই তিনি দিয়েছেন কোর্টে। ভারতের নাম্বার ওয়ান টেনিস তারকাও তিনি। টেনিসকে বিদায় বলার পর এবার বেছে নিয়েছেন নতুন ক্যারিয়ার। তবে সেটি টেনিস সম্পর্কিত নয়। বেছে নিয়েছেন ক্রিকেটকে।

মেয়েদের উদ্বোধনী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। বিষয়টি জানিয়েছেন সানিয়া মির্জা। তিনি বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছিলাম দলটির পরামর্শদাতার ভূমিকার প্রস্তাব পেয়ে। তবে আমি সত্যিই উত্তেজিত ছিলাম। আমি অল্পবয়সী মেয়েদের বিশ্বাস করিয়ে দিতে চাই যে খেলাধুলা তাদের জন্য ক্যারিয়ারের প্রথম পছন্দগুলির মধ্যে একটি হতে পারে। আমি পরবর্তী প্রজন্মকে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে সাহায্য করতে চাই। আপনার বিরুদ্ধে যতই প্রতিকূলতা থাকুক না কেন, আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন।’

আরও পড়ুন: অনিয়ন্ত্রিত মেজাজ, ফের জরিমানা গুনলেন শান্ত

আরও পড়ুন: ফাইনালে হারে না কুমিল্লা

এছাড়াও তিনি বলেন, ‘মানসিক দিক নিয়ে অল্পবয়সী মেয়েদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। আমি মনে করি আমি মানসিক স্থিরতা, মানসিক বিশ্বাস আনতে সাহায্য করতে পারি। আমি ২০ বছরেরও বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতার কথা বলতে পারি। এত বছর ধরে একমাত্র ভারতীয় মহিলা হিসেবে এটি করা অবিশ্বাস ছিল। একারণেই আমি তাদের সাহায্য করতে পারি।’

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেশ তারকা-খচিত লাইন-আপ তৈরি করেছে। যার মধ্যে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, ডেন ভ্যান নিকের্ক এবং রিচা ঘোষ অন্যতম। আগামী ৫ মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে  দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে আরসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা