× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারকাণ্ডে পিএসজি ড্রেসিংরুমে গন্ডগোল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১১ এএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৮ এএম

নেইমারকাণ্ডে পিএসজি ড্রেসিংরুমে গন্ডগোল

ফরাসি কাপে মোনাকোর বিপক্ষে হারার পর পিএসজির হয়ে কাজটা মাইক হাতে সেরেছিলেন প্রেসনেল কিমপেম্বে, ‘দলের প্রতি আস্থা রাখুন, আমাদের প্রতি বিশ্বাস রাখুন।’ ফ্রেঞ্চ তারকার মাইককাণ্ডে লিগ ওয়ান চ্যাম্পিয়ন সমর্থকরা আশা ফিরে পেতে পারেন, তবে বর্তমান দল ও ড্রেসিংরুমের পরিস্থিতি বিবেচনায় তা কি সম্ভব! এই যেমন সেদিন মেজাজ হারালেন নেইমার, দুই সতীর্থের সঙ্গে জড়ালেন বচসায়, কেউ কেউ বলছেন গায়েও নাকি হাত তুলেছেন। ব্রাজিলের পোস্টারবয় ততটুকুতে থামেননি, কথা শুনিয়ে দিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসকেও।

মাঠে ক্লাবের হার এবং বাইরে ড্রেসিংরুমে গন্ডগোল, তার ওপর চোট তো পিএসজির মড়ার ওপর খাঁড়ার ঘা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেওয়ার আগে তাই কোচ ক্রিস্তোফ গালতিয়েরের কপালে চিন্তার ভাঁজ। মোনাকোয় ধরাশায়ী হওয়ার পর ক্ষোভও ঝেড়েছেন পিএসজি বস। জার্মান জায়ান্টদের বিপক্ষে লড়ার পরিকল্পনা যখন কষছেন, তখন বের হলো চেঞ্জিংরুমে বাজে রূপ!

ফ্রেঞ্চ মিডিয়া লে কুইপে জানিয়েছে, মোনাকোর বিপক্ষে একাদশ পছন্দ হয়নি নেইমারের। পর্তুগিজ তারকা ভিতিনহা এবং ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার হুগো একিতির খেলা নিয়েও বিরক্তি ঝেড়েছেন। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ক্যাম্পোসের ওপর ঝেড়েছেন ক্ষোভ, সেখানে যোগ দিয়েছিলেন আরেক সিনিয়র তারকা মারকুইনহোসও।

লিগের ম্যাচে শনিবার মোনাকোর বিপক্ষে পাত্তাই পায়নি পিএসজি। বল দখল বাদে খেলার প্রায় সব বিভাগে পিছিয়ে ছিল টেবিলের শীর্ষ দলটি। মেসি-এমবাপে না থাকার দিনে গুরুদায়িত্ব ছিল নেইমারের। কিন্তু তিনি সামলাতে তো পারেননি, উল্টো রাগ ঝেড়ে হয়েছেন শিরোনাম। ইউরোপ সেরার দৌড়ে টিকে থাকতে দল যখন একত্র হওয়ার কথা, তখনই যেন ভাঙনের সুর। কিমপেম্বে সে কারণেই বোধহয় দর্শকদের উদ্দেশে চিৎকার করে বলেছিলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা ফিরে আসব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা