× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খরা কাটাতে এক ম্যাচে ৪ গোল করলেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০২:০০ এএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৫ পিএম

ক্ষিপ্রগতিতে বল নিয়ে এগোচ্ছেন রোনালদো। ছবি : সংগৃহীত

ক্ষিপ্রগতিতে বল নিয়ে এগোচ্ছেন রোনালদো। ছবি : সংগৃহীত

‘এলাম দেখলাম জয় করলাম’ইউরোপ ছেড়ে সৌদি আরবে আসা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মোটেও এমনটি ঘটেনি। উল্টো এশিয়ায় ক্লাব থেকে দুয়ো শুনেছেন, বর্তমান ঠিকানা আল নাসরের ব্যর্থতার দায়ও এসেছে তার কাঁধে। এবার বুঝি অবসান। ক্যারিয়ারজুড়ে সমালোচনার জবাব মাঠে দেওয়া পর্তুগিজ সুপারস্টার আবারও মাঠেই দিলেন প্রমাণ—সাঁইত্রিশ ছাড়িয়ে আটত্রিশে পৌঁছালেও ‘ফুরিয়ে যাননি’।

সৌদির কিং আবদুল আজিজ স্টেডিয়ামে শুক্রবার রাত রোনালদো শো দেখেছে। সৌদি প্রো লিগে আল ওয়াহিদার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন পর্তুগালের অধিনায়ক। দল আল নাসরও জিতেছে ৪-০ ব্যবধানে। ক্লাব ক্যারিয়ারে এটি রোনালদোর ৫১তম হ্যাটট্রিক এবং ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক।

সময়টা ভালো যাচ্ছিল না। দল ভালো করছে না, নিজে সেরাটা দিতে পারছেন না, বয়সও কথা বলছে তার হয়ে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও জানালেন একদম ফুরিয়ে যাননি তিনি। একটা হ্যাটট্রিক আরেকবার মনে করিয়ে দিয়েছে, তিনি কেন ফুটবল ইতিহাসের সেরাদের একজন! এই ৩৭ বছর বয়সেও কেন তিনি সেরাদের মঞ্চেও দাপুটে।

এশিয়ার রোনালদোর ইতিহাস হওয়ার দিনে বল দখল, আক্রমণ কিংবা গোলে শট—সব বিভাগে আধিপত্য দেখিয়েছে রুডি গার্সিয়ার দল। ৫৩ শতাংশ বল নিজেদের কাছে রেখে ২১ শটের ৭টি রেখেছিল লক্ষ্যে। বিপরীতে আল ওয়াহিদাও কম যায়নি, তবে গোলের দেখা পায়নি মৌসুমে ধুঁকতে থাকা দল। ১৪টি শটের দুটি লক্ষ্যে রাখলেও বল জালে জড়াতে পারেনি একবারও।

রোনালদোর হ্যাটট্রিক গড়া রাতের শুরুটা ম্যাচের ২১ মিনিটে। আবদুলরহমান গারিবের বাড়ানো বল জালে জড়িয়ে ট্রেডমার্ক উদযাপনে মাতেন রোনালদো। ৪০ মিনিটে সামি আল-নাজের সহায়তায় আসে দ্বিতীয় গোল। আল নাসর ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

ফেরার পর আক্রমণের ধার বাড়ে। দুই দলের প্রতি-আক্রমণের ফাঁকে ডি-বক্সে ভুল করে বসে ওয়াহিদার এক রক্ষণ তারকা। আবদুলরহমানের ফাউলের বাঁশি পরে পেনাল্টিতে পরিণত হয়। ভিআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে রোনালদো আনেন সৌদিতে প্রথম হ্যাটট্রিক। শেষ নয় মাসে ক্লাব এবং ব্যক্তিগত নানা বিতর্কে থাকা সিআর সেভেন ফিরেছেন নিজের রূপে। ৩০ পেরোনো বয়সে পেয়েছেন আরেকটি হ্যাটট্রিক। খেলার ৬১ মিনিটে আরেকবার জাল খুঁজে নেন রোনালদো।

আল নাসরের হয়ে এটি রোনালদোর পঞ্চম লিগ গোল। এ জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল নাসর। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল শাবাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা