× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার ব্যর্থতার কারণ তাহলে এই...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম

ঢাকার ব্যর্থতার কারণ তাহলে এই...

বিপিএলের এবারের আসরে মাত্র তিন জয় নিয়ে মিশন শেষ করেছে ঢাকা ডমিনেটর্স। মাঝে পেমেন্ট ঝামেলায় খেলোয়াড়দের খেলতে না চাওয়ার অভিযোগও মিলেছে। তবে দলের ব্যর্থতার কারণ হিসেবে ভালো মানের বিদেশি ক্রিকেটার না থাকাকেই দায়ী করেন করেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া এবার একটু দুষ্কর ছিল। সবেধনমনি হিসেবে ছিলেন কেবল পাকিস্তান ও আফগানিস্তান কিছু ক্রিকেটার। তবে টুর্নামেন্টের শেষভাগে যোগ দিচ্ছেন অন্যান্য দেশের তারকা ক্রিকেটারও। তবে শেষভাগে যাওয়ার আগেই যে ঢাকা ডমিনেটর্সের জন্য টুর্নামেন্ট শেষ। ১১ ম্যাচে তিন জয় নিয়ে তো আর সামনে এগুনো যায় না।  

দল ডাঁহা ব্যর্থ। তবে ব্যক্তিগত পারফরমেন্সে ঢাকার অধিনায়ক নাসির হোসেন দারুণ উজ্জ্বল। ব্যাটে-বলে টুর্নামেন্টের সেরা পারফর্মার তিনি। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে এসেও হার দেখতে হলো নাসিরকে। লাগাতার হার ও টুর্নামেন্টে দলের ব্যর্থতার ময়নাতদন্ত করছিলেন নাসির হোসেন মঙ্গলবার বিকেলে মিরপুরে ম্যাচ শেষে। তিনি বলেন, ‘প্রত্যেকটা দলের বিদেশি ক্রিকেটাররা খুব বড় একটা ভুমিকা রাখে। আর আমাদের দলে যে বিদেশিরা ছিল তাদের কিছু ইনজুরিতে। আর আমরা ভালো মানের বিদেশি খেলোয়াড়ও আনতে পারিনি।’

আরও পড়ুন: নাসিরের ফিরে আসা

দলে বিদেশি খেলোয়াড়দের অভাব তো ছিলোই সেই সঙ্গে দেশি তালিকায় যারা খেলেছেন তাদেরও বেশিরভাগের পারফরমেন্সও যাচ্ছে তাই। নাসির মানছেন, ‘দলের টপ অর্ডারও নিয়মিতই ব্যর্থ ছিল। টপ অর্ডার ওই রকম ভালো পারফর্ম করতে পারেনি। টপ অর্ডার যদি ভালো করতে পারত, বিদেশিদের সমর্থন পেতাম, তাহলে ভালো হতে পারত।’

বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে নাসিরের পরামর্শ নেওয়া হলেও তাদেরকে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে নাসির বলেন, ‘যখন পরামর্শ করছে, তখন কয়েকজন প্লেয়ারের নাম বলছিলাম। তারা অ্যাভেইল্যাবল ছিল না। যাদেরকেই পেয়েছে তাদেরকেই আনা হয়েছে।’

বিপিএলের এই আসরে কখনই টানা দুই জয় পায়নি ঢাকা ডমিনেটর্স। মোমেন্টাম না পাওয়ায় টুর্নামেন্টে মাত্র তিন জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অধিনায়ক নাসিরের ভাষ্য, ‘আমরা কখনই মোমেন্টাম পাইনি। যখনই জিততে থাকবেন, তখন সবকিছু এমনিতেই ভালো হবে। দেখা গেছে, একটা ম্যাচ জিতছি, তিনটা ম্যাচ হেরে গেছি। টিম অনুযায়ী আরও ভালো খেলতে পারেনি।’

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যার তৈরি হয়েছিল সেই সত্যটা স্বীকার করলেন ঢাকা অধিনায়ক, ‘প্রথমে পেমেন্ট নিয়ে ঝামেলা হয়েছিল। তবে ওভারঅল আমরা খুশি। প্রথম পেমেন্ট দেরি হওয়ায়  সরি (ম্যানেজমেন্ট) বলছে। তবে সার্বিকভাবে দলের পরিবেশ আমার কাছে খুব একটা খারাপও মনে হয়নি, ভালোও মনে হয়নি।’ 

দার্শনিক ভঙ্গিতে উত্তর দিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন নাসির হোসেন!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা