× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫১ এএম

দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের ক্রিকেটার আসিফ আফ্রিদিকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। নিষেধাজ্ঞা চলাকালীন এই সময়ে কোনও ধরনের ফরম্যাটেই খেলতে পারবে না খাইবার পাখতুনের এই স্পিনার।

পিসিবির দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভঙ্গ করেছেন আফ্রিদি। মঙ্গলবার পিসিবির সিদ্ধান্তের কথা বিবৃতিতে তার শাস্তি শুনিয়েছেন বোর্ড প্রধান নাজাম শেঠি। তিনি জানিয়েছেন, আসিফ আফ্রিদির বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি গঠন করে। কমিটি আসিফের বক্তব্য নেওয়ার জন্য তাকে ডেকে পাঠায়। আফ্রিদি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।  তবে আসিফ জানিয়েছেন, দুর্নীতিতে সে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে যায়নি। তাই, বোর্ড শাস্তি দেওয়ার আগে যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে।

গত বছরের ২২ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল আফ্রিদিকে। ওইদিন থেকেই কার্যকর হবে দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ। তখন থেকে কোনো ধরণের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারেননি আফ্রিদি।

পাকিস্তানের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আসিফ। ঘরোয়া ক্রিকেটে তিনি ৩৫টি প্রথম শ্রেণি, ৪২টি লিস্ট এ এবং ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১১৮টি উইকেট। লিস্ট এ তে ৫৯টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ৬৩টি উইকেট তুলেছেন স্পিনার। আসিফ সাধারণত বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামে সেঞ্চুরিও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা