× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে চোটের মিছিলে কামিন্সের দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৯ পিএম

ভারতে চোটের মিছিলে কামিন্সের দল

বোর্ডার-গাভাস্কার ট্রফির এবারের সিরিজে অন্তত ভারতকে হারাতে পারবে অস্ট্রেলিয়া—সাবেক-বর্তমান হয়ে ভক্ত-সমর্থকদেরও এমন আশা। কিন্তু সেই চাওয়ায় শুরুতেই জোরেশোরে ধাক্কা দিচ্ছে চোট। রোহিত শর্মাদের বিপক্ষে যে দল নিয়ে খেলতে এসেছিলেন প্যাট কামিন্স, তার শক্তিমত্তা ক্রমশ নিম্নমুখী। চোটের মিছিলে একের পাশে আরেক করে সিরিজ জয়ের আশাতেও দেখা দিয়েছে শঙ্কা।

তিন দিন পর নাগপুরে অস্ট্রেলিয়া লড়বে শিরোপা পুনরুদ্ধারে। ভারতের মাটিতে সর্বশেষ ২০০৪ সালে টেস্ট সিরিজ জিতেছিল তারা। এরপর দেশটিতে টানা চারটি সিরিজ হেরেছে। কামিন্সের শক্তিশালী দলে চোটের সবশেষ শিকার জশ হ্যাজলউড।

গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই সামান্য চোটে পড়ে হ্যাজলউড। সম্প্রতি তা মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার অনুশীলনেও ছিলেন অজি পেস আক্রমণের অন্যতম তারকা। সিডনির ভেজা মাঠে দৌড়াতেই গিয়েই সর্বনাশ নিয়ে এসেছেন হ্যাজলউড, ‘সিডনি টেস্ট থেকে ব্যথা দীর্ঘস্থায়ী হয়েছে। বৃষ্টিভেজা মাঠেও প্রচুর বোলিং করেছি। কিন্তু মাঠ খুব নরম ছিল। ফাস্ট বোলিং করার সময় নরম মাটি থেকে লাফিয়ে ওঠা কঠিন। ভারতে আসার আগে যথেষ্ট সময় নিয়ে বোলিং অনুশীলন করেছি। কিন্তু যতটা দ্রুত সেরে উঠব বলে আশা করেছিলাম, ততটা হয়নি।’ 

সেকারণে ছিটকেও গেছেন। হ্যাজলউডের জায়গায় প্রথম টেস্টে খেলতে পারেন স্কট বোল্যান্ড। এরআগে, অজি স্কোয়াড থেকে আঙুলের চোটে ছিটকে গেছেন স্টার্ক। ক্যামেরন গ্রিন ফিটনেস বাধা উতরাতে পারল একাদশে থাকবেন। আর থাকলেও হয়ত তাকে দিয়ে বোলিংটা করাতে পারবেন না কামিন্স। মূল তিন তারকার চোট চোখ রাঙানিও দিচ্ছে অজিদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা