× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিরের ফিরে আসা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২২ এএম

নাসিরের ফিরে আসা

হারিয়েই গিয়েছিলেন তিনি! গত বিপিএলে কেউ মুখ ফিরেও তাকায়নি নাসির হোসেনের দিকে। অথচ সেই ক্রিকেটারটিই এবার ফিরেছেন অধিনায়ক হয়ে। অধিনায়কত্বের চাপে নুইয়ে পড়েননি বরং উজ্জীবিত হয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট-বল, দুই ভূমিকাতেই হয়ে উঠেছেন নিজের দলের সেরা পারফর্মার। নিজ দলের পাশাপাশি টুর্নামেন্টের সেরা পারফর্মারদের মধ্যেও একজন তিনি। সেই প্রমাণ বারবারই রেখেছেন টুর্নামেন্টজুড়ে। 

পারফরম্যান্সের বড় উদাহরণ হতে পারে পরশু রংপুর রাইডার্সের বিপক্ষে তার বোলিং। ২০ রানে ৪ উইকেট নিয়ে রংপুরকে খাদের কিনারায় ঠেলে দেন। শেষ ওভারে আর কোনো নাটকীয়তা তৈরি না হওয়ায় প্রত্যাশিত জয়টাই পায় রংপুর রাইডার্স।

অথচ আসর শুরুর আগে নাসিরের পক্ষে বাজি ধরার মতো কাউকে হয়তো খুঁজেও পাওয়া যেত না। অধিনায়কত্ব পাওয়ার পর অনেকের ধারণা ছিল হয়তো ছন্দহীনই থাকবেন। ভুল প্রমাণ করে নাসির হয়ে উঠেছেন টুর্নামেন্টের সেরা। তার দল ঢাকা ডমিনেটর্স টেবিলের তলানিতে থাকলেও উজ্জ্বল নাসির আরও একবার জাতীয় দলে ফেরার জোরালো দাবি রাখছেন।

বিপিএলের এবারের আসরে অধিনায়ক হিসেবে খেলা নাসির ১১ ম্যাচে ৪৮.৮৫ গড়ে করেছেন ৩৪২ রান। তার ব্যাটে ছিল দুই ফিফটিও। বোলিংয়েও কম যাননি নাসির। ১০ ইনিংসে হাত ঘুরিয়ে ১৩.১২ গড়ে নেন ১৬ উইকেট। ইকোনমি রেটও দারুণ, ৭.২৪। এই রকম ছন্দে ফেরা নাসির অন্যদের জন্য উদাহরণ হতে পারেন এমনটাই ভাষ্য দেশবরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিমের, ‘এটা অনেকের জন্য উদাহরণ হতে পারে। কোয়ালিটি প্লেয়াররা যদি চেষ্টা করে নিজেদের পরিশ্রম ধরে রাখার, তাহলে ভালো খেলা সম্ভব।’

মেধাবী ক্রিকেটার উল্লেখ করে ফাহিম মনে করেন, মাঝে পরিশ্রম করার মানসিকতা হারিয়ে ফেলায় ছিটকে যান নাসির, ‘এক সময় ওকে অত্যন্ত মেধাবী খেলোয়াড় হিসেবে দেখেছি। সেইভাবে কিন্তু খুব কম বয়সেই একটা জায়গা করে নিয়েছিল। তারপর যেভাবেই হোক, বা যেকোনো কারণেই হোক, আস্তে আস্তে ওর মনোযোগের অভাবে হোক, ও ধরে নিয়েছিল ওর হয়তো আর পরিশ্রমের দরকার হবে না। এসব কারণে ওর পারফরম্যান্স আস্তে আস্তে খারাপ হয়েছে।’

বিপিএলে নাসিরের ছন্দ যে নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট তা জানিয়ে ফাহিম বলছিলেন, ‘খুব চাপের মুখে বারবার রান করা ইনিংস গোছানো ও ভালো স্ট্রাইক রেট মেইন্টেইন করা কঠিন ব্যাপার। এক-দুইটা ম্যাচে হলে হয়তো মনে হতো ভিন্ন কিছু। তা কিন্তু না। বেশ নিয়মিত সেটা করছে। ওর চাপ নেওয়ার যে ক্ষমতা সেটা সবাই দেখেছে।’


চলতি বিপিএলে নাসির


ব্যাটিং

ম্যাচ     ইনিংস   রান   সর্বোচ্চ গড়    স্ট্রাইকরেট

 ১১    ১১ ৩৪২       ৬৬* ৪৮.৮৫ ১২৫.৭৩


বোলিং

ম্যাচ  ইনিংস উইকেট সেরা গড়    ইকোনমি

১১  ১০            ১৬ ৪/২০ ১৩.১২ ৭.২৪


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা