× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজই প্লে অফ নিশ্চিত রংপুরের?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৫ পিএম

আজই প্লে অফ নিশ্চিত রংপুরের?

সিলেটে নিশ্চিত হয়েছে বিপিএলের প্লে অফের তিন দল। অপেক্ষা এখন চতুর্থ দলের। সেই দৌড়ে একক আধিপত্য রংপুর রাইডার্সের। পয়েন্ট টেবিলের শেষ তিনে থাকা ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য কাগজে-কলমে আশা থাকলেও বাস্তবে তা কঠিন। তাদের প্লে অফের দৌড় থেকে সরিয়ে দিতে পারে একমাত্র রংপুর। কারণ দলটি এক জয় পেলেই উঠে যাবে প্লে অফে। ওই জয়ের খোঁজে আজ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে রংপুর রাইডার্স।

বিপিএলে এখন পর্যন্ত আট ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে রংপুর। পয়েন্টের মতো তারা এগিয়ে রানরেটেও (+০.৩০৪)। পঞ্চম স্থানে থাকা ঢাকার পয়েন্ট ১০ ম্যাচে ৬। রংপুরের বিপক্ষে হারলে প্লে অফের আগেই থামবে তাদের বিপিএল যাত্রা। রংপুর জয়ে প্লে অফের আগে ভাঙবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের যাত্রাও।

ঢাকার বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসী হতে পারে রংপুর। সিলেটে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়েই হ্যাটট্রিক জয় তুলে নেয়। ১৪৬ রানের লক্ষ্যে জিততে ১৯তম ওভার পর্যন্ত খেললেও তাদের জয়টা ছিল দারুণ। রংপুরের নিয়মিত পারফর্মার শোয়েব মালিক রান না পেলেও মাহেদী হাসানের ব্যাটে আসে ৭২ রান। পাশাপাশি রাকিবুল হাসান, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, আজমাতউল্লাহ উমরজাইরাও আছেন ভালো ছন্দে। ঢাকার বিপক্ষে ছন্দ ধরে রাখতে পারলে জয় পাওয়াটা মোটেও কঠিন হবে না রংপুরের জন্য।

এ ছাড়া রংপুর শিবিরে সুখবর, পিসিবির ঘোষণা অনুযায়ী গতকালের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার কথা থাকলেও তারা যাননি। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রংপুরের ডেরায় থাকবেন। অর্থাৎ আজকের পর আরও দুই ম্যাচে ফর্মে থাকা বিদেশিদের পাচ্ছে।

অন্যদিকে ঢাকা ডমিনেটর্স অবশ্য খুব একটা স্বস্তিতে নেই। তিন জয়ের শেষটি ফরচুন বরিশালের বিপক্ষে পেলেও ঘাম ঝরাতে হয়েছে। অধিনায়ক নাসির হোসেন ও পেসার তাসকিন আহমেদ ছাড়া দলের বাকিরা নিয়মিত পারফর্ম করতে পারছেন না। নিয়মিত পারফর্মারের অভাব পুরো আসরে ভুগিয়েছে দলটিকে। রংপুরের বিপক্ষেও এ ধারা থাকলে জয় পাওয়াটা কঠিন হবে ঢাকার জন্য। তাতে হয়তো বিপিএলের প্লে অফে ওঠার আগেই থামবে ঢাকার যাত্রা।

আগামীকাল শুরু হবে বিপিএলের নবম আসরের শেষ পর্ব। ঢাকায় শেষ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। ম্যাচটি বরিশালের জন্য নিয়মরক্ষার হলেও খুলনার জন্য বাঁচা-মরার লড়াই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা