× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দেড় বছর আগে মাশরাফি বলেছিল হাথুরুকে নিয়ে আসেন’

এম. এম. কায়সার

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৫ এএম

‘দেড় বছর আগে মাশরাফি বলেছিল হাথুরুকে নিয়ে আসেন’

-জালাল ভাই, নতুন কোচ আনার বিষয়ে কোনো ডেভেলপমেন্ট আছে। 

টেলিফোনে এবং বিসিবির বারান্দায় প্রায়শ এই প্রশ্ন শুনতে হতো বিসিবির টিম অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্বে থাকা জালাল ইউনুসকে। বিসিবির এই পরিচালক প্রতিবারই প্রশ্নের উত্তর শেষ করতেন প্রায় একই ভাষায় ‘হেড কোচের বিষয়টা পাপন ভাই (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) দেখছেন। ওটা পুরোপুরি তিনিই ডিল করছেন।’

আসলেও তাই। হেড কোচের পদে নিয়োগের জন্য চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিসিবি সভাপতি নিজেই কথা বলেন। হাথুরুসিংহের সঙ্গে নাজমুল হাসান পাপনের যোগাযোগ বেশ পুরোনো। প্রথম মেয়াদে যখন হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে তখন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। আর যখন বিদেশ সফরে থাকা অবস্থায় সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে হাথুরুসিংহে চাকরি ছাড়েন তখনও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। যে কায়দায় এবং অপেশাদার ভঙ্গিতে বাংলাদেশ কোচের চাকরি ছেড়েছিলেন হাথুরুসিংহে সেটা মোটেও সুখকর কোনো কিছু ছিল না। বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন। কী আশ্চর্যের বিষয় সেই হাথুরুসিংহে পাঁচ বছর বাদে ফের বাংলাদেশ দলের কোচ। 

কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো থাকার সময় থেকেই বিসিবি নতুন কাউকে কোচ হিসেবে খুঁজছিল। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সময় পেলেই অনেক বিষয়ে আলোচনা করেন। বছরখানেক আগে সেই আলোচনায় সম্ভাব্য কোচ কে হতে পারেন এমন এক আলোচনায় চন্ডিকা হাথুরুসিংহের নামটা তাকে প্রস্তাব করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। 

প্রতিদিনের বাংলাদেশকে সেই তথ্য জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন ‘কোচ নিয়োগের জন্য সাম্প্রতিক সময়ে আমি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলিনি। তবে হাথুরুর সঙ্গে কথা বলার আগে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। প্রায় দেড় বছর আগে প্রথমে মাশরাফি আমাকে প্রস্তাব করে ‘হাথুরুকে নিয়ে আসেন’। এরপর তামিমও এই প্রসঙ্গে কথা বলেছে। সাকিবের সঙ্গে কথা হয়েছে, ও ঠিক আছে বলেছে। এই তিনজন ঠিক আছে। মাশরাফি বলেছে হ্যাপি। সাকিব বলছে, আনতে পারেন। তবে মাহমুদউল্লাহ নিজে থেকে কিছু বলেনি।’

প্রথম মেয়াদে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোচ হাথুরুসিংহের রসায়ন তেমন সুখকর কিছু হয়নি। কোচের সঙ্গে দ্বন্দ্বে মাশরাফি আকস্মিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেন। তার মেয়াদেই মুশফিক অধিনায়কত্ব হারান। মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট দল থেকে বাদ পড়েন। প্রথম মেয়াদে চাকরিতে যোগদানের মুহূর্তেই সাকিবের সঙ্গে তার কথার লড়াই বেধে যায়। সেই তর্কের জেরে সাকিবকে সিপিএল থেকে ফিরে আসতে বাধ্য করেছিল বিসিবি।

সিনিয়রদের সঙ্গে হাথুরুসিংহের সেই জটিলতা নতুন কোনো সংকট তৈরি করবে কি না- সেটাই এখন চিন্তার বিষয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা