× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান দলে আমির-মালিক!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৭ পিএম

পাকিস্তান দলে আমির-মালিক!

দল থেকে বাদ পড়ার কষ্ট নিয়ে গত ২০২০ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ আমির। অন্যদিকে শোয়েব মালিক অবসরের ঘোষণা না দিলেও তিনিও রয়েছেন পাকিস্তানে বাদ পড়াদের কাতারে। তবে অবসর ভেঙে ফের ২২ গজে ফেরার ইচ্ছার কথা শুনিয়েছিলেন পাকিস্তান পেসার আমির। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করায় সেই সম্ভাবনা তৈরি হয়েছে দু’জনারই। সেরকম আভাস মিলেছে সদ্য দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচক হারুন রশিদের কথায়ও।

আগামীতে মালিক-আমিরদের বড় টুর্নামেন্টে দেখা যেতে পারে জানিয়ে প্রধান বলেন, ‘আপনাকে দেখতে হবে, কোন খেলোয়াড়রা দলের সমন্বয়ের সঙ্গে যাচ্ছে। আমরা এমন খেলোয়াড়ের দিকেও তাকাচ্ছি, যারা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বিশেষ ভূমিকায় খেলতে পারে, যা কিনা দলের জয়ের সম্ভাবনাও বাড়াবে।’

এদিকে চলতি বিপিএলে দারুণ সময় পার করেছে এই দুই পাকিস্তানি অভিজ্ঞ ক্রিকেটার। ৮ ম্যাচে ৩৮.৫০ গড়ে ২৩১ রান করেছেন মালিক। অন্যদিকে বল হাতে আমির নিয়েছেন ১০ ম্যাচে ১৩ উইকেট। তাদের এমন পারফরমেন্সের পর ফের জাতীয় দলে ফেরার গুঞ্জন ওঠেছে।

এ বিষয়ে হারুন বলেন, ‘যদি কোনো তরুণ খেলোয়াড় একই পজিশনে ভালো খেলে, তবে তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে এ বিষয়ে আমি নিজের অবস্থান উন্মুক্ত রেখেছি। এ নিয়ে বিশেষ কোনো কৌশল গ্রহণ করিনি। যখন আমার নির্বাচক প্যানেল তৈরি হবে, তখন আমরা নির্দিষ্ট নির্বাচন-প্রক্রিয়ায় এগিয়ে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা