× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ মামলায় অভিযুক্ত লামিচানে খেলবেন ত্রিদেশীয় সিরিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০২ পিএম

ধর্ষণ মামলায় অভিযুক্ত লামিচানে খেলবেন ত্রিদেশীয় সিরিজ

সন্দীপ লামিচানের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল। ফলে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর ত্রিদেশীয় সিরিজে ঘরের মাঠে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে নেপাল ক্রিকেট বোর্ডের মহাব্যবস্থাপক ব্রিট্যান্ট খানাল বলেন, ‘আদালতের নির্ধারিত সীমাবদ্ধতাকে সম্মান জানায় আমরা। যদি সে বিদেশ সফর করতো তবে তার বিদেশ সফরের বিষয়টি নির্ভর করতো আদালতের সিদ্ধান্তের ওপর। বর্তমানে ধর্ষণের মামলায় জামিনে রয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। পরে তাকে বরখাস্ত করে নেপাল ক্রিকেট। যদিও আদালতে ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দিয়ে জামিন পান লামিচানে। তবে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।

উল্লেখ্য, লামিচানেই এখন পর্যন্ত নেপালের সবচেয়ে হাই-প্রোফাইল ক্রিকেটার। দেশটির একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল, বিবিএল, পিএসএল, বিপিএল এবং সিপিএলসহ বিশ্বের বেশিরভাগ টি-টোয়েন্টি লিগে খেলেছেন এই লেগ স্পিনার। এছাড়াও বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০টি ওডিআই উইকেট এবং তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০টি টি-টোয়েন্টি উইকেট রয়েছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা