× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আগামী বছর বিগ বাজেটের দল গড়বে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৬ পিএম

‘আগামী বছর বিগ বাজেটের দল গড়বে’

সিলেট পর্ব শেষে ঢাকায় আবারও শুরু হবে বিপিএলের ব্যাট বলের লড়াই। বুধবার (১ ফেব্রুয়ারি) ঐচ্ছিক অনুশীলন শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচ রবিউল ইসলাম জানালেন, পরের আসর বিগ বাজেটের দল গড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুধু তাই নয়, লোকাল কোচদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে দলটি।

চলতি বিপিএলে নয় ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারের বৃত্তে বন্দি থাকা দলটি মোমেমটাম ধরে রাখতে না পারায় জয় পায়নি বলে জানান রবিউল।

তিনি বলেন, ‘আসলে আমাদের ম্যাচ বাই ম্যাচ আগানোর প্লান ছিল। সাম হাউ আমাদের কিছু প্রব্লেমের কারণে কম্বিনেশনটা ফার্স্টে হয়ে উঠে নাই। যার কারণে প্রথমে আমরা দুইটা ম্যাচ জিতছি কিন্তু ওইভাবে পারফর্ম করতে পারি নাই। বাট ওভার অল যদি চিন্তা করা হয়, লাস্ট তিনটা গেম আমরা ভালো ক্রিকেট খেলছি কিন্তু মোমেন্টাম আমরা ধরে রাখতে পারি নাই।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে থাকা তরুণ পেসাররা পারফর্ম করবে এমনটাই চাওয়া ছিল সবার। এতে হতাশ পেস বোলিং কোচ রবিউল ইসলাম, ‘যতটা আশাবাদী ছিলাম পেস বোলাররা পারফর্ম করবে কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করে নাই। তারপরেও ইয়ং তারা। অনেক আর্লি ক্রিকেট খেলছে। যদি হিসাব করা হয় দুই তিন বছর টপ লেভেলে ক্রিকেটে খেলতেছে। আই হোপ,  এখন ওরা যে কাজ করতেছে, তাড়াতাড়ি ওরা রিকভার করবে। ভালোভাবে ক্যাম ব্যাক করবে।’

ব্যর্থতার মধ্যেও আশার বাণী শুনিয়েছেন রবিউল ইসলাম। আগামী মৌসুমে বড় বাজেটের দল গড়তে চায় চট্টগ্রাম। শুধু তাই নয় দেশীয় কোচিং স্টাফদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। চুক্তির মেয়াদ তিন বছর। এই নিয়ে রবিউলের ভাষ্য, 'তিন সিজনের জন্য কথা হয়েছে।' 

আরও বলেন, ‘আমাদের ওনারের প্ল্যান আছে নেক্সট ইয়ার বিগ বাজেটের টিম গড়বে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা