× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আরও একবার দায়িত্ব পেলাম, বড়ই সম্মানের বিষয়’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৫ এএম

‘আরও একবার দায়িত্ব পেলাম, বড়ই সম্মানের বিষয়’

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হয়ে আসছেন, বিষয়টা এতদিন ওপেন সিক্রেটই ছিল। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হচ্ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। অবশেষে সে অপেক্ষা ফুরিয়েছে। বিসিবি গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, হাথুরুসিংহেকেই আনা হচ্ছে বাংলাদেশের কোচ হিসেবে। 

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘হাথুরুসিংহেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ দলের সঙ্গে সাবেক শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান দ্বিতীয় দফায় কাজ করতে যাচ্ছেন, প্রথমবার ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কাজ করেছিলেন তিনি। ৫৪ বছর বয়সি হাথুরুসিংহের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি, যা শুরু হচ্ছে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে।’

হাথুরুসিংহে এর আগে প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করেছেন। তার অধীনে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে ভালোই সাফল্য পেয়েছে বাংলাদেশ। তার অধীনে বাংলাদেশ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, বিদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ, তার হাত ধরেই এসেছে এসব সাফল্য। 

সেই হাথুরুসিংহে আবারও বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে ফিরে আনন্দ প্রকাশ করেছেন, ‘আরও একবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করার সুযোগ মিলছে, এটা অনেক বড় সম্মানের বিষয়। যখনই সেখানে গিয়েছি, এখানের মানুষজনের উষ্ণতা ও বাংলাদেশের সংস্কৃতিটা আমার বেশ ভালো লেগেছে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে, তাদের সাফল্য উপভোগ করতে আমি মুখিয়ে আছি।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন হাথুরুসিংহেকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘চন্ডিকার অভিজ্ঞতা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার জ্ঞান তাকে বেশ সুবিধা দেবে, খেলোয়াড়রাও উপকৃত হবে। সে একজন পরীক্ষিত ট্যাকটিশিয়ান। তার প্রথম অ্যাসাইনমেন্টে আমরা দেখেছি সে জাতীয় দলে কেমন প্রভাব ফেলতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা