× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কাপ

ওল্ড ট্রাফোর্ডে কাসেমিরোর হাসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৩:৫১ পিএম

ওল্ড ট্রাফোর্ডে কাসেমিরোর হাসি

প্রতিপক্ষকে রুখে দেওয়ার পাশাপাশি গোল বানিয়ে দেওয়ার কাজটাও সামলান কাসেমিরো। কখনও উপরে এসে বাজিমাতও করে ফেলেন। মূলত ডিফেন্সিফ মিডফিল্ডার হিসেবে খেলা ব্রাজিলিয়ান শনিবার রাতে হয়ে গেলেন পুরোদস্তর স্ট্রাইকার। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে তার জোড়া গোলেই পরবর্তী ধাপে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রশংসায় ভাসার মতই কাজ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

শনিবার কাসেমিরোর অসাধারণ পারফরম্যান্সে রিডিংকে ৩-১ গোলে হারিয়েছে ওল্ড ট্রাফোর্ডের দল। ম্যাচের ৫৪ মিনিটে আন্তোনির পাস থেকে নিখুঁত ফিনিশিং আনেন কাসেমিরো। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে চার মিনিটের ব্যবধানে স্কোরলাইন করেন দ্বিগুন। এবার যেন ছাপিয়ে গেলেন প্রথম গোল, দৃষ্টিনন্দন শটে ২৫ মিটারের বেশি দূর থেকে সরাসরি জালে পাঠান বল। ৬৬ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ফ্রেড বাড়ান ব্যবধান, সেনেগালিজ আবলায়ে এম্বেঙ্গ ৭২ মিনিটে এক গোল শোধ দিলেও ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেয় রিডিং।

ম্যাচ শেষে দুর্দান্ত কাসেমিরোতে মজেছেন রেড ডেভিল কোচ এরিক টেন হাগ, ‘তিনি কত গ্রেট ফুটবলার তা জানি। রিয়াল মাদ্রিদে হয়তো খুব বেশি গোল করতে পারেনি, আমরা জানি তার সামর্থ্য কত। আমি জানি গোল করা তিনি উপভোগ করেন। দ্রুত ভূমিকা বদলে বিভিন্ন পজিশনে ও বৈচিত্রে মানিয়ে নেওয়ার ডায়নামিক ফুটবল পছন্দ করি।’


কাসেমিরোর হাসির দিনে ৩-০ ব্যবধানে জিতে হেসেছে প্রিমিয়ার লিগের আরেক দল টটেনহ্যাম। ইংলিশ কাপের চতুর্থ রাউন্ডে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন সাউথ কোরিয়ান ফরোয়ার্ড সঙ হিউ মিন। ম্যাচের ৫০ মিনিটে তাঙ্গানগার বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে জাল কাঁপান এশিয়ান সেনশেসন। ৬৯ মিনিটে সঙ হিউর পায়েই আসে লিড। শেষ দিকে ৮৭ মিনিটে আরেক গোল করে পঞ্চম রাউন্ড নিশ্চিত করে দেন আরনাউট গ্রোয়েনেভেল্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা