× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে যাচ্ছেন ইব্রাহিমোভিচ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৮:২৮ পিএম

অবসরে যাচ্ছেন ইব্রাহিমোভিচ!

ফুটবলে ত্রিশ পেরোলেই যেখানে খেলোয়াড়দের অবসর নেওয়ার ধুম পড়ে যায়, সেখানে ব্যতিক্রম জ্লাতান ইব্রাহিমোভিচ। বয়সের হিসেবে একচল্লিশ পেরিয়ে বিয়াল্লিশের পথে পা বাড়িয়েছেন সুইডেনের স্ট্রাইকার। অথচ মাঠে এখন কী দাপুটে! ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বিখ্যাত ক্লাবে ঘুরে ঘুরে খেলেছেন। জাতীয় দলের হয়েও গড়েছেন গোলের রেকর্ড। দীর্ঘ ক্যারিয়ারে প্রায়ই শুনতে হয়েছে বুট জোড়া তুলে রাখছেন কবে?

অবসরের কথায় প্রায় সময় এড়িয়ে গেছেন ইব্রা। জাতীয় দল থেকে ২০১৬ সালে অবসর নিলেও বছর পাঁচেক পর আবার ফিরেছেন দেশের জার্সিতে। এমন ইব্রার পক্ষে যেন সবই সম্ভব, শুধু অবসর নেওয়া ছাড়া। যদিও গুঞ্জন উঠেছে, বুট জোড়া তুলে রাখতে চলছেন এসি মিলানের তারকা, তাও গ্রীষ্মেই।

লা গেজেত্তা দেলো স্পোর্ট দিয়েছে ফুটবলার ইব্রার ক্যারিয়ারের শেষ হতে যাওয়ার খবর। হাঁটুর চোটে ভুগছেন এসি মিলানের তারকা। ক্লাব সূত্রে ইতালিয়ান গণমাধ্যমটি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে প্রথম লেগে তাকে পাওয়া অনিশ্চিত। এমনকি দ্বিতীয় লেগে পাওয়া যাবে কি না সেখানেও শঙ্কা। শেষ এক বছরে তাকে ঠিকঠাক কোনো ম্যাচে পায়নি মিলান। তাই নাকি অবসরের প্রস্তাব রাখা হবে।

শারীরিক অবস্থার বিচারে ইতালির গণমাধ্যমের ধারণা, এই গ্রীষ্মেই খেলা ছেড়ে দিতে পারেন ইব্রা। ক্লাবের খেলোয়াড় হিসেবে ছাড়লেও সিরি এ’র ক্লাব মিলান তাকে ছাড়তে চাইছে না, অ্যাম্বাসেডর হিসেবে ক্লাবেই রেখে দিতে চাচ্ছে। সেখানেও আছে যদি-কিন্তু, আগে ফুটবল ছাড়তে হবে সুইডিশ তারকাকে। তবে ইব্রার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য এখনও আসেনি। দেখা যাক নিজেকে সবচেয়ে বেশি ফিট দাবী করা তারকা এবার কী করেন!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা