× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাচদের নয়া কোচ পুরনো কোমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১২:২৪ পিএম

ডাচদের নয়া কোচ পুরনো কোমান

এর আগেও ২০১৮ সালে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচিং করিয়েছেন রোনাল্ড কোমান। তবে ২০২০ সালে বার্সেলোনা থেকে প্রস্তাব আসলে ফেরাতে পারেনি তাদের। তবে খুব বেশিদিন সেখানে টিকতে পারেনি তিনি। দ্বিতীয় মৌসুম শেষ করার আগেই ২০২১ সালের অক্টোবরে বার্সেলোনা ছাড়তে হয় তাকে। এরপর থেকেই চাকরিহীন তিনি।

এদিকে তৃতীয় মেয়াদে লুই ফন গালকে ডাচদের দায়িত্ব দেওয়া হলেও স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। সেই সাথে বিদায় হয়েছে ফন গালেরও।

এরপর থেকেই নতুন কোচের খোঁজে ছিল নেদারল্যান্ডস। তবে খুব বেশি ভাবতে হয়নি এনিয়ে। আবারও রোনাল্ড কোমান যুগেই ফিরেছে তারা। দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন কোমান। দায়িত্ব নিয়েই কোমানের প্রতিশ্রুতি, নেদারল্যান্ডসের খেলাকে আকর্ষণীয় করবেন ও আক্রমণাত্মক মনোভাব ফিরিয়ে আনবেন। তার সঙ্গে চুক্তিটা কত বছরের তা এখনো জানা যায়নি।

নেদারল্যান্ডস জাতীয় দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে কাল রাতে কোমানকে নিয়োগ দেওয়ার খবরটি নিশ্চিত করা হয়। কোমানের সই করার ছবি পোস্ট করে ‘অরেঞ্জ’দের পোস্টে লেখা হয়, ‘সই হয়ে গেল। স্বাগতম রোনাল্ড কোমান।’ 

দায়িত্ব নিয়ে কোমান জানান, ‘বড় টুর্নামেন্টে আমি (খেলোয়াড় হিসেবে) সফল। তাই আমি যে সফল কোচও হতে পারি সেটা প্রমাণ করতে চাই। মার্চে শুরু হতে যাওয়া ইউরোর বাছাইপর্বে ভালো করা প্রথম লক্ষ্য। টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচে হার নেই—আমি কোচ হলেও এমন ফল অবিশ্বাস্য লাগত। তবে এটা অন্যভাবেও করা যেত এবং আমি সেটাই করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা