× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলের রান ৭১৪, যশের একার ৫০৮!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ২১:০৩ পিএম

দলের রান ৭১৪, যশের একার ৫০৮!

যশ চাওদের ইনিংসটি ছিল ১৭৮ বলের। ৮১ চার ও ১৮ ছক্কায় ডানহাতি এ ব্যাটার আনেন ৫০৮ রান। ক্রিকেটের সব সংস্করণ আর বয়সভিত্তিক দলে ৫০০+ রান করা দশম হিসেবে জায়গা করে নিয়েছেন ১৩ বছরের ব্যাটার। এলিট এই তালিকায় আছেন ভারতের চার ব্যাটারÑ প্রণব ধনাওয়াড়ে (১০০৯*), প্রিয়াংসু মোলিয়া (৫৫৬*), পৃথ্বী শ (৫৪৬) ও ড্যাডি হাভেওয়ালার (৫১৫) পর নাম লেখালেন চাওদে।

পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন ভারতের গণমাধ্যমকে বলেছেন, এটি চাওদের রেকর্ড। শ্রীলঙ্কার চিরাত সেল্লেপুরামার পর চাওদেই সীমিত ওভার ক্রিকেটে ৫০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান। সেল্লেপুরামা গত বছরের আগস্টে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৫ স্কুল ক্রিকেটে ৫৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এমনকি ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে আর কোনো ব্যাটসম্যানের ৫০০ রানের ইনিংসের কীর্তি নেই।

৪০ ওভারের ম্যাচে মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের ছাত্র চাওদে ইনিংসটি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানস অনূর্ধ্ব-১৪ জুনিয়র আন্তঃস্কুল টুর্নামেন্টে। নাগপুরে ঝুলেলাল ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে বিনা উইকেটে ৭১৪ রান তোলেন চাওদে ও তিলক ওয়াকোড়ে। ওয়াকোড়ে ৯৭ বলে ১২৭ রানে অপরাজিত থাকেন। বড় রান তাড়া করতে নেমে সিদ্ধেশ্বর স্কুল ৫ ওভারে ৯ রান করেই গুটিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা