× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়জনের তালিকায় ওয়ার্নারের নাম

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:২২ পিএম

ডাবল সেঞ্চরির পর ডেভিড ওয়ার্নারের উল্লাস

ডাবল সেঞ্চরির পর ডেভিড ওয়ার্নারের উল্লাস

মেলবোর্নে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডাবল সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার। টেস্টে এর আগে ২৪টি সেঞ্চুরি থাকলেও ওয়ার্নারের কাছে এই ২৫তম শতরানটি একটু আলাদা। শততম টেস্ট খেলছেন ওয়ার্নার। একসময় বল বিকৃতির অভিযোগে তিনি নিষিদ্ধ হয়েছিলেন। সেই ওয়ার্নার শততম টেস্ট খেলে ফেললেন। সেই ম্যাচ স্মরণীয় করে রাখলেন ২০০ রান দিয়ে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সোমবার (২৬ ডিসেম্বর) শুরু হওয়া টেস্টের দ্বিতীয় দিনে ২০০ রান এলো ওয়ার্নারের ব্যাটে। ২৫৪ বলে ২০০ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের পর ওয়ার্নার দ্বিতীয় ক্রিকেটার, যিনি শততম টেস্টে শতরান করলেন। বিশ্বে এমন কীর্তি ওয়ার্নারের আগে গড়েছেন নয়জন।

১৯৬৮ সালে প্রথম কোনো ব্যাটার শততম টেস্টে শতরান করেন। ইংল্যান্ডের কলিন কৌড্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার শততম টেস্টে ১০৪ রান করেছিলেন। গত বছর এ তালিকায় নবম ব্যাটার হিসেবে নাম ওঠে জো রুটের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শতরান নয়, ২০০ রান করেছিলেন তার শততম টেস্টে।

কৌড্রের পর শততম টেস্টে শতরান করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ১৯৯০ সালে শততম টেস্টে শতরান করেন। অ্যালেক্স স্টুয়ার্ট (ইংল্যান্ড), ইনজামাম উল হক (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), গ্রাহাম স্মিথ (দক্ষিণ আফ্রিকা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) এবং জো রুট (ইংল্যান্ড) শততম টেস্টে শতরান করেছিলেন। সেই তালিকায় এবার যোগ হলো ওয়ার্নারের নাম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ উঠেছিল ওয়ার্নারের বিরুদ্ধে। সেই দেশের বিরুদ্ধে নিজের শততম টেস্ট খেলতে নেমে শতরান করলেন তিনি। এমন একটা সময় করলেন যখন তার টেস্ট ক্রিকেটে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। ওয়ার্নার টেস্টে শেষবার শতরান করেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। প্রায় তিন বছর পর শতরান এলো ওয়ার্নারের ব্যাটে। এ বছর ১০টি টেস্ট খেললেও (চলতি টেস্ট বাদ দিয়ে) অর্ধশত রান এসেছে মাত্র দুটি ম্যাচে। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে এ দিন ৮ হাজার রানের মাইলফলকও টপকালেন ওয়ার্নার।

৩৬ বছরের অস্ট্রেলীয় ওপেনার নিজের শততম টেস্ট খেলতে নামা নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সোমবার জাতীয় সংগীতের সময় ওয়ার্নারের মেয়েরা উপস্থিত ছিল মাঠে। বাবার সঙ্গে দাঁড়িয়ে তারাও জাতীয় সংগীত গেয়েছিল। মাঠে নামার আগে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার।

তিনি লিখেছিলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেলার স্বপ্ন ছিল। ১০০ টেস্ট হয়ে গেল। ভাষায় এ আবেগ প্রকাশ করা সম্ভব নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা