× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত নেবে সরকার : নাজাম শেঠি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১২:১২ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১২:২৯ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠি

আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দল পাঠানোর সিদ্ধান্ত সরকারি পর্যায় থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠি।

তার পূর্বসূরি রমিজ রাজার দেওয়া হুমকি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাজাম শেঠি সোমবার (২৬ ডিসেম্বর) বলেছেন, ‘যদি সরকার বলে ভারতে যাবে না দল, তাহলে যাওয়া হবে না।’

এর আগে রমিজ রাজা হুমকি দিয়ে বলেছিলেন, টিম ইন্ডিয়া এশিয়া কাপের জন্য যদি পাকিস্তানে না আসে, তবে তারা ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

করাচিতে এক সংবাদ সম্মেলনে নাজাম শেঠি বলেছেন, ‘যেখানে পাকিস্তান এবং ভারতের ক্রিকেট সম্পর্কিত বিষয় তাই পরিষ্কার করে দেওয়াই ভালো যে, সফরে যাওয়া হবে কি না সেই সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হবে। পিসিবি শুধু জানতে চাইতে পারে।’

নাজাম শেঠি আরও জানিয়েছেন, এশিয়া কাপ আয়োজনের বিষয়ে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করবেন। এশিয়া কাপ আগামী বছর আয়োজন করতে চলেছে পাকিস্তান।

তিনি বলেছেন, ‘আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং সেই বুঝে এগোব। আমরা যা-ই সিদ্ধান্ত নিই না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন বিচ্ছিন্ন না হই।’

নাজাম শেঠি আরও বলেছেন, রমিজ রাজা ধারাভাষ্য বক্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে পিসিবির কোনো আপত্তি নেই।

তিনি বলেছেন, ‘রমিজের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমরা কখনই তার ধারাভাষ্য বক্সে ফিরে আসার বিরোধিতা করব না।’

নাজাম শেঠি তার ওয়েবসাইটে পূর্ববর্তী পিসিবি ম্যানেজমেন্টের দ্বারা ব্যয়ের হিসাবগুলোও মুছে দিয়েছেন। তার দাবি, সেগুলো ভুল ছিল।

তিনি বলেছেন, ‘খরচ সম্পর্কিত আমাকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা মোটেও ঠিক নয়।’

রমিজ রাজাকে পিসিবি চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নাজাম শেঠির হাতে দায়িত্ব তুলে দেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান বলেছেন, ‘আমি ২০১৮ সালে চেয়ারম্যান ছিলাম। যখন ইমরান খানের সরকার গঠিত হয়েছিল, তখন আমি পদত্যাগ করেছিলাম। যদিও ক্ষমতাশালী কিছু লোক বলেছিলেন যে, কেউ আমাকে অপসারণ করবে না। আমি সব সময় বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নির্বাচন করার অধিকার রয়েছে। ক্রিকেট-বিষয়ক পরিচালনার প্রার্থী, তাই পদত্যাগ করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা