× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইব্রেকার যন্ত্রণার আগেই জিততে চায় আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৬:৪১ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৬:৫২ পিএম

নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি।

নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি।

রাশিয়া বিশ্বকাপে এই ফ্রান্সের কাছেই হার মেনেছিল আর্জেন্টিনা। জমজমাট লড়াই শেষে ৪-৩ গোলের পরাজয়ের তেতো স্বাদ হজম করে বৈশ্বিক আসরের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল লিওনেল মেসিরা।

চার বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে ফরাসিদের বিপক্ষে ফের দেখা হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের। আজ রাতে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার পালা। ফাইনালে জিতে সেই লক্ষ্যটা পূর্ণ করতে চান কোচ লিওনেল স্কালোনি, 'প্রত্যাশা করছি, শিরোপা আমরাই জিতব। আর আশাটা বাস্তবে রূপ নিলে সেটা হবে দুর্দান্ত। আমরা ভালো করেই জানি, কীভাবে তাদের বিরুদ্ধে (ফ্রান্স) আক্রমণ চালাতে হবে। এ বিষয়ে আমাদের রণকৌশলটা পরিষ্কার।' 

আর চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের চিত্রনাট্যই পুনর্মঞ্চায়ন করতে চান এ ফুটবল গুরু, 'শেষ আটে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, এবারও একই রকম খেলতে চাই। তবে জিততে হবে টাইব্রেকার শুটআউটের যন্ত্রণা ছাড়াই।'

লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা