× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির পায়ে বল মানেই ‘মিউজিক’ শুরু

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:৪৪ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:০৫ পিএম

ফিফার ফুটবল ডেভেলপমেন্ট চিফ আর্সেন ওয়েঙ্গার

ফিফার ফুটবল ডেভেলপমেন্ট চিফ আর্সেন ওয়েঙ্গার

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ফিফার ফুটবল ডেভেলপমেন্ট চিফ আর্সেন ওয়েঙ্গার। তিনি মেসিকে ‘অর্কেস্ট্রার নেতা’ বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, মেসির পায়ে বল মানেই ‘মিউজিক’ শুরু।

দোহার লুসাইল স্টেডিয়ামে ফাইনালে রবিবার (১৮ ডিসেম্বর) দুটি ফুটবল পাওয়ার হাউস মুখোমুখি হচ্ছে।

লাইভ সকার টিভি জানিয়েছে, মেসি প্রসঙ্গে ওয়েঙ্গার বলেছেন, ৩৫ বছর বয়সি মেসি কাতারে তার গতি পরিবর্তনের মাধ্যমে দলকে আক্রমণ করার ক্ষমতা পুনরায় তৈরি করেছেন।

আর্সেনালের সাবেক এই কোচ এএফপিকে বলেছেন, ‘অর্কেস্ট্রার বস হলেন মেসি এবং তার কাছে বল থাকলে সংগীত শুরু হয়। কিন্তু বাকি অর্কেস্ট্রারাও কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত। এ টুর্নামেন্টে আমার জন্য যা আশ্চর্যজনক তা হলো, তিনি সঠিক মুহূর্তে শারীরিক ক্ষমতা পুনরুদ্ধার করেছেন।’

ওয়েঙ্গার আরও বলেন, ‘তিনি গত বছর প্যারিস সেন্ট-জার্মেইতে কিছুটা এক গতিতে খেলেছেন, কিন্তু তিনি এবার ধীরগতিও আয়ত্ত করেছেন। তিনি গতি পরিবর্তনে একজন মাস্টার এবং এ টুর্নামেন্টে তিনি এটি আবার খুঁজে পেয়েছেন। তিনি প্রতিপক্ষকে আকৃষ্ট করেন এবং হঠাৎ তিনি সামান্য বিস্ফোরণ ঘটান যা ম্যাচে পার্থক্য তৈরি করে।’

৭৩ বছর বয়সি ওয়েঙ্গার বলেছেন, “আমি তাকে এখানে তিনজন ডিফেন্ডারের মাঝখানে দেখেছি এবং সে সার্কাসে সিংহের সঙ্গে একজন লোকের মতো। সে বলকে বলে ‘তুমি আমার কথা শোনো, আমার বন্ধু, আমি এখানে বস’। এবং সামগ্রিকভাবে আমি বলব যে, ড্রিবলিংয়ে তার রয়েছে অবিশ্বাস্য গুণ। তিনি সর্বদা জানেন কখন বল পাস করতে হবে এবং সাধারণত খেলোয়াড়রা যখন ড্রিবলিংয়ে খুব প্রতিভাবান হয় তারা একটু বাড়াবাড়ি করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা