× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাদের কিন্তু মেসি আছে, ফ্রান্সকে সতর্ক করলেন আর্জেন্টাইন গোলকিপার

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:১৯ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:৩৩ পিএম

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ফিফা বিশ্বকাপে ইতোমধ্যেই দলের হয়ে দুর্দান্ত খেলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নকআউট পর্বে শেষ মুহূর্তের দুর্দান্ত গোল বাঁচানো থেকে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুটআউটে পরপর দুটি পেনাল্টি রক্ষা করেছেন মার্তিনেজ।

তবে ফাইনালে আজকে তার সামনে এমবাপ্পেরা। পিএসজিতে মেসির এই সতীর্থ এখন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। মেসির সঙ্গে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে আছেন এমবাপ্পে। মেসি এবং বিশ্বকাপ ফাইনালের মাঝে বাধা এখন এমবাপ্পে।

লাইভ সকার টিভি জানিয়েছে, এই এমবাপ্পেকে আটকাতে নিজের জান লড়িয়ে দেবেন বলে জানালেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ।

ফাইনালের আগে মার্তিনেজ বলেন, ‘ফ্রান্সকে সবাই ফেভারিট মনে করছে। কিন্তু আমাদের দলে সর্বকালের সেরা ফুটবলার রয়েছেন। আমরা যখন কোপা আমেরিকা জিতেছিলাম, তখন ব্রাজিলকে ফেভারিট ধরা হচ্ছিল। আর এখন বলা হচ্ছে ফ্রান্স ফেভারিট। আমরা কোনো দলের থেকে নিজেদের কম মনে করি না। আবার কোনো দলের তুলনায় নিজেদের সেরাও মনে করি না। তবে ভালো কোনো রেফারি আমাদের খেলা পরিচালনার দায়িত্বে থাকলে আমাদের জয়ের সম্ভাবনা বেশি হবে।’ মার্তিনেজ বলেন, ‘আমি আমার গোল রক্ষা করতে সর্বস্ব দিয়ে দেব যাতে মেসি ট্রফি জিততে পারেন।’

মার্তিনেজ মেসিকে নিয়ে বলেন, ‘মেসি খুব খুশি। তিনি পিচে খুব ভালো অনুভব করছেন। কোপা আমেরিকায় দারুণ এক মেসিকে দেখেছি। তিনি একজন ব্যতিক্রমী খেলোয়াড়, টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়। এই বিশ্বকাপে তিনি কোপা আমেরিকা থেকে একধাপ এগিয়ে গেলেন। শারীরিক ও ফুটবলের দিক থেকে তিনি ভালো জায়গায় আছেন। কোপা আমেরিকার সেই মেসির উন্নতি ঘটানো বেশ কঠিন ছিল। কিন্তু তিনি পেরেছেন। তিনি উত্তেজিত, তিনি আনন্দিত এবং এটি আমাদের খুব সাহায্য করবে।’

এদিকে মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘যদি এটা মেসির শেষ ম্যাচ হয়, তবে আশা করি আমরা খেতাব জিততে পারব। ট্রফি জিততে পারলে খুবই ভালো হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলাটা উপভোগ করা। যদি ফাইনাল জিতে অবসর নেওয়া যায়, তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা