× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোচ তিতের পর নেইমারও ছাড়ছেন ব্রাজিল

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১০:৫৮ এএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১১:৫৫ এএম

স্বপ্নভঙ্গের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। ছবি : সংগৃহীত

স্বপ্নভঙ্গের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। ছবি : সংগৃহীত

হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে কাতারের মাঠে পা রেখেছিল ব্রাজিল। কিন্তু সে স্বপ্ন অধরাই রয়ে গেল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে বিশ্বকাপের অন্যতম দাবিদার দলটি। বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। এরপর একই সুরে কথা বললেন দলের অন্যতম খেলোয়াড় নেইমারও।

নেইমার জানান, ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ার পর তিনি 'শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না' যে, ব্রাজিলের জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নির্ধারিত সময়েও গোলশূন্য সমতায় থাকা খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ১০৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। কিন্তু এ ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। অতিরিক্ত সময়ের শেষের দিকেই ব্রুনো পেতকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। খেলা টাইব্রেকারে গড়ালে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের।

২০০২ সালে বিশ্বকাপ ঘরে তোলার পর থেকে গত চার আসরের তিনবারই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল ব্রাজিল। আর এবারের হারের মধ্য দিয়ে হলো তাদের সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি।

এদিকে বিগত ৬ বছর এ দলের কোচের দায়িত্ব পালনের পর বিশ্বকাপের জয়ের স্বপ্নভঙ্গের পরপরই পদত্যাগের ঘোষণা দেন তিতে।

তবে নেইমার বলেছেন, তার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে ‘এ বিষয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি জাতীয় দলের জন্য আমার দরজা বন্ধ করছি না, তবে আমি শতভাগ নিশ্চয়তাও দিতে পারছি না যে, আমি আবার দলে ফিরব। আমার জন্য ও জাতীয় দলের জন্য যা সঠিক সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’

গত বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল।

এ প্রসঙ্গে ৩০ বছর বয়সি এই খেলোয়াড় বলেন, ‘এটি একটি ভয়ঙ্কর অনুভূতি। আমি মনে করি এটা গত বিশ্বকাপে যা ঘটেছিল তার চেয়েও খারাপ। এই মুহূর্তটা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাওয়া কঠিন। আমরা লড়াই করেছিলাম এবং আমি আমার সতীর্থদের জন্য গর্বিত। তারা যেভাবে খেলা এগিয়ে নিয়েছে ও পেনাল্টিতে যে সাহস দেখিয়েছে, তার জন্য আমি গর্বিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা