× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান কাপ

শেষটাও জয়ে রাঙাল মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২১:৫৯ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২২:৩৭ পিএম

শেষটাও জয়ে রাঙাল মেয়েরা

গত বুধবার মিয়ানমারকে হারালেও মাঠে সেভাবে উদযাপন করেনি বাংলাদেশ। ততক্ষণ পর্যন্ত অবশ্য সুখবরটাও যে পায়নি; ঘণ্টাখানিক পর তুর্কমেনিস্তান-বাহরাইন ম্যাচ ড্র হলে ইতিহাস হয় বাঘিনীদের; নিশ্চিত হয়ে যায় এশিয়ান কাপের মূলপর্বে খেলা। টিম হোটেলে সেই আনন্দ নিশ্চয়ই ছুঁয়ে গেছে মেয়েদের। তবে মাঠের আনন্দটা জমাই ছিল। মেয়েরাও চেয়েছিল শেষ ম্যাচে জয়ে রাঙাবেন; সেই সঙ্গে প্রথমবারের মতো ইতিহাস রচনার উদযাপনটা করবেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দারা। হয়েছেও তাই। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে পিটার জেমস বাটলারের দল।

শনিবার মিয়ানমারের ইয়াঙ্গুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধেই হয়েছে সাত গোল। যার ছয়টি আবার খেলার শুরুর ১৯ মিনেটের মধ্যে। স্বপ্না রানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৭ ও ৪২ মিনিটে জোড়া গোল করেন ঋতুপর্ণা। ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। ১৬ মিনিটে অন্য গোলটি মনিকা চাকমার।

এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করে বাটলারের শিষ্যরা। এর পর শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস গড়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই আফঈদা-ঋতুপর্ণাদের জন্য ছিল নিয়মরক্ষার। সেখানে দাপট দেখিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রতিপক্ষের জাল কাঁপায় মোট ১৬ বার। বিপরীতে মিয়ানমারের বিপক্ষে স্রেফ এক গোল হজম করেন রূপনা চাকমা।

বাছাইয়ের শেষটা জয়ে রাঙানোর আশাবাদ মেয়েরা জানিয়েছিলেন আগেই। শুরুটাও তারা করে সেভাবেই। চতুর্থ মিনিটে শুরু করে গোল উৎসব। তহুরা খাতুনের কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী। দুই মিনিট পরই দ্বিগুণ হয় ব্যবধান। সতীর্থের ক্রসে আফিঈদার হেড গোলকিপার ফেরানোর পর, বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র।

ত্রয়োদশ মিনিটে আবারও তুর্কমেনিস্তানের জাল কাঁপায় বাংলাদেশ। ডানদিক থেকে শামসুন্নাহার সিনিয়রের ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক, আলগা বল অনায়াসে জালে পাঠান শামসুন্নাহার জুনিয়র। একটু পরই বক্সের ওপর বল পেয়ে প্রথম ছোঁয়াল একটু এগিয়ে দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা চাকমা।

সপ্তদশ মিনিটে বক্সের বেশ বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা। বলের লাইনে থাকা গোলরক্ষকের হাত ফসকে বল জড়ায় জালে। এই গোলের পরই আইশা আমানবেরদুয়েভাকে তুলে পোস্ট আগলানোর দায়িত্ব এলনুরা মাকসুয়েতোভাকে দেন তুর্কমেনিস্তান কোচ। কিন্তু এসেই গোল হজম করেন এলনুরা। আক্রমণ ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে দরকারি টোকা দেন তহুরা। ৩৫ মিনিটে ঋতুপর্ণার শট ক্রসবারের ওপরের দিকে লেগে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর বক্সের ঠিক ওপর থেকে এই ফরোয়ার্ডের বাম পায়ের শট বাঁক খেয়ে গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।

বিরতির পর স্বপ্না রানীকে তুলে বদলি হিসেবে শাহেদা আক্তার রিপাকে নামান কোচ বাটলার। এরপর পরিবর্তন আসে আরও বেশ কয়েকটি। তবে প্রথমার্ধ শেষে করা স্কোরলাইনের আর কোনো পরিবর্তন আসেনি। এই অর্ধে বাংলাদেশ কোনো গোল পায়নি। বেশ কিছু আক্রমণ হলেও সেগুলো গোলে রূপান্তর করতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ঋতুপর্ণারা। সেই সঙ্গে দুর্দান্ত এক টুর্নামেন্টও শেষ করল দল।

দিনের অপর ম্যাচে বাহরাইনকে ৬-০ গোলে হারায় মিয়ানমার। ‘সি’ গ্রুপ থেকে ৩ খেলায় ৯ পয়েন্ট অর্জন করে বাটলারের দল। ৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করে শক্তিশালী মিয়ানমার। আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের পয়েন্ট সমান এক করে।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল আসর। স্বাগতিক দল হিসেবে আগেই মূলপর্ব নিশ্চিত অস্ট্রেলিয়ার। বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে সরাসরি খেলবে চীন ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে থাকায় সরাসরি খেলবে জাপান। বাছাই প্রতিযোগিতার ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন ফিলিপাইন ও ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন ভিয়েতনামের মূলপর্ব খেলা নিশ্চিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা