প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২২:২৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:৩১ পিএম
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের লাইভে কথা বলার সময় জনপ্রিয় ফুটবল বিশ্লেষক ও ধারাভাষ্যকার মাইকেল এডলির কণ্ঠটা ছিল ভারী এবং শান্ত। তার আলোচনার বিষয়বস্তু ছিল দিয়েগো জোতা। ব্যক্তিজীবনে দুইবার পর্তুগিজ তারকার সাক্ষাৎকার নেন এডলি। তবে জীবদ্দশায় চাইলেও লিভারপুল ফরোয়ার্ডের সাক্ষাৎকার নিতে পারবেন না তিনি। কারণ গত বুধবার রাতে গাড়ি দুর্ঘটনায় পরলোকগমন করেন ২৮ বর্ষী জোতা। তার সঙ্গে গাড়িতে ছিলেন ছোট ভাই আন্দ্রে সিলভা। তিনিও মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে স্পেনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল দুই ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে। জোতার পাশাপাশি তার ভাই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন। তিনি লিভারপুল ফরোয়ার্ডের চেয়ে দুই বছরের ছোট।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে জোতা তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন জোতা। একটা পর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তা থেকে ছিটকে পড়ে। মুহূর্তেই প্রাণ হারান দুজন।
২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জোতা। দুই বছর পর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দেন। তবে সেখানে কোনো ম্যাচ খেলতে পারেননি। ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে। ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে। ২০১৭-১৮ মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১-২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জোতা। পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবারÑ ২০১৯ সালের জুনে এবং এ বছর।
পর্তুগালের জার্সিতে জোতার অভিষেক হয় ২০১৯ সালে ইউরো বাছাইপর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে। চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি। গত বছর ইউরোয় তিন ম্যাচ খেলেন। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন জোতা।
জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই)। তাদের বিবৃতিতে বলা হয়, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জোতা ছিলেন দারুণ এক মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি। তাদের লিগ্যাসির সম্মান আমরা যা যা করার দরকার সবই করব।’
এক্সে পোস্ট করা লিভারপুলের শোকবার্তায় বলা হয়, ‘দিয়োগো জোতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে।’
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েঙ্কা বলেছেন, ‘জোতা আর আন্দ্রের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুতে সারা দেশের ফুটবল মহল গভীর শোকে আচ্ছন্ন। দেশের হয়ে ৫০টারও বেশি ম্যাচ খেলেছেন। দুরন্ত ফুটবলার। টিমমেটদের কাছে ভালোবাসার মানুষ ছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’
সপ্তাহ দুয়েক আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। গত ২২ জুনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন আগে (২৮ জুন) পোস্ট করেন জোতা। এরপর নিয়মিতই নিজেদের ছবি পোস্ট করেছেন। এর মধ্যেই মর্মান্তিক মৃত্যুর খবর।