প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১০:০৯ এএম
দারুণ এক রোমাঞ্চকর মুহূর্ত দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর নকআউট পর্বে লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি মুখোমুখি হবে মেসিরই সাবেক দল এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। এই ম্যাচটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি মেসি এবং বর্তমান উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ীর মধ্যে এক আবেগঘন ও প্রতিশোধের লড়াইও বটে। যুক্তরাষ্ট্রের আটলান্টার মারসিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রাত ১০টায় পিএসজির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি।
পিএসজি ছাড়ার সময় ক্লাবটির সঙ্গে মেসির সম্পর্ক ছিল বেশ টানাপড়েনপূর্ণ। সমর্থকদের বিদ্রূপ, ক্লাব ব্যবস্থাপনার প্রতি অসন্তোষ এবং প্রাপ্য সম্মান না পাওয়ার অভিমানে মেসি পরবর্তীতে পিএসজিকে নিজের ‘সবচেয়ে অপছন্দের ক্লাব’ বলেও মন্তব্য করেছিলেন।
ইন্টার মিয়ামি গ্রুপ ‘এ’ থেকে দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্বকারী একমাত্র দল ইন্টার মিয়ামি যারা নকআউট পর্ব খেলছে। সিটল সাউর্ন্ডাস, লস অ্যাঞ্জেলেস গ্রুপ পর্বেই বাদ পড়েছে।
চলতি টুর্নামেন্টের শুরুতে মেসিদের ‘আন্ডারডগ’ মনে করা হলেও, কোচ মার্চানোর অধিনে অভিজ্ঞ তারকা ও তরুণ প্রতিভার মিশেলে দলটি নজর কেড়েছে। মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটসের মতো বিশ্বকাপজয়ী তারকা আছেন স্কোয়াডে। পাশাপাশি একাডেমি থেকে উঠে আসা তরুণ ফুটবলার নোয়া অ্যালেন, ইয়ান ফ্রে ও বেঞ্জামিন ক্রেমাসচিও দারুণ পারফর্ম করছেন। অন্যদিকে পিএসজি এবারের ক্লাব বিশ্বকাপে এসেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। বড় বড় মঞ্চে নিজেদের রাজত্ব, কৌশল দেখিয়েছে ফ্রান্সের শক্তিশালী দলটি। তারা গ্রুপপর্বে যুক্তরাষ্ট্রের ক্লাব সিটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছায়। দলে রয়েছে উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, সদ্য ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের মিডফিল্ডার ভিথিনহা ও মারকুইনহোসের মতো তারকা। বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে এ তারাকা খেলোয়াড়রা। ইউরোপিয়ান অভিজ্ঞতা ও স্কোয়াড গভীরতায় পিএসজি অনেকটাই এগিয়ে থাকলেও, মেসির একক নৈপুণ্য যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেটা বার্সেলোনায় কিংবা ২০২২-এর বিশ্বকাপে সেটার প্রমাণ দেখেছে ফুটবলপ্রেমীরা। এজন্যই এ ম্যাচটি ঘিরে রয়েছে মেসিভক্তদের বাড়তি উত্তেজনা।
ইন্টার মিয়ামি ও পিএসজি আগে কখনও একে অপরের মুখোমুখি হয়নি। এটি দুই দলের প্রথম সাক্ষাৎ তা-ও আবার এমন একটি মঞ্চে যেখানে হার মানেই বিদায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার মেরসিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যা ৭০ হাজারেরও বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন। এবারের ক্লাব বিশ্বকাপ নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিয়েছে ৩২টি ক্লাব এবং যুক্তরাষ্ট্রের ১২টি শহরে চলছে সব ম্যাচ। এই ফরম্যাটে মেসির ইন্টার মিয়ামির উঠে আসা এক কথায় ঐতিহাসিক।
সম্ভাব্য একাদশ অনুযায়ী, ইন্টার মিয়ামি মাঠে নামতে পারে ৪-৪-২ ফর্মেশনে যেখানে আক্রমণভাগে থাকবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন লিওনেল মেসি, অভিজ্ঞ সুয়ারেজ। মাঝমাঠে থাকবেন বুস্কেটস, এলেন্ডে, ফেদেরিকো ও তরুণ সেগোভিয়া। অন্যদিকে, পিএসজির একাদশে দেখা যাবে ৪-৩-৩ ফর্মেশন। যেখানে আক্রমণে থাকবেন দুয়ে, খভিচা কাভারাটস্খেলিয়া ও গঞ্জালো রামোস। গোলকিপার ডোনারুমা, হাকিমি, নেনো মেন্ডিস, মারকুইনহোসের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা থাকবেন রক্ষণ সামলাতে।
দুই দলের শক্তি-দুর্বলতার বিচারে ইন্টার মিয়ামির সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড লাইন এবং মেসি ও সুয়ারেজ। তবে রক্ষণভাগ ও মাঝ মাঠে মিয়ামি ফরাসি জায়ান্টদের থেকে পিছিয়ে। পিএসজি রক্ষণভাগ সামলানো, মাঝমাঠেরে গতি, শক্তি এবং ভারসাম্যের দিক দিয়ে বেশ পরিপূর্ণ একটি দল হলেও রক্ষণে কখনও কখনও সমন্বয়হীনতা দেখা যায়।
ইন্টার মিয়ামির মতো একটি তুলনামূলক নতুন ক্লাব হয়ে ইউরোপিয়ান জায়ান্টকে হারানো হবে এক ঐতিহাসিক অর্জন। মেসির ম্যাজিক এবং প্যারিসদের ভারসম্যপূর্ণ দলের পারফরম্যান্সই নির্ধারণ করবে এই ম্যাচে কারা সফল হয়।