কলম্বো টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১২:২২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫ ১২:৩৪ পিএম
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’
কিছুদিন আগ পর্যন্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। এরপর গত ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকে। ফলে ক্রিকেটে টাইগারদের কোন ফরমেটেই দায়িত্বে নেই তিনি।
ইনিংস ব্যবধানে প্রত্যাশিত হার
কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে যে অবিশ্বাস্য কিছু না হলে যে হারতে চলেছে বাংলাদেশ, তা একপ্রকার নির্ধারিত হয়ে গিয়েছিল গতকালই। ইনিংস ব্যবধানে হার এড়াতে পারে কি না—শুধু তা-ই দেখার অপেক্ষা ছিল। তবে সেই আশা পূরণেও ব্যর্থ হয়েছে টাইগাররা।
দুই ইনিংস মিলিয়ে ৩৮০ রান করতে পেরেছে বাংলাদেশ, যা শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৪৫৮ রান টপকে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।
বল হাতে তাইজুল ইসলামও পাঁচ উইকেট নিয়েছিলেন, যা ছিল বিদেশের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে সর্বোচ্চ পাঁচবার পাঁচ উইকেট করে নেওয়ার রেকর্ড। তবে লজ্জাজনক হারে সেই রেকর্ড ম্লান হয়েছে।
টেস্ট ইতিসাসে এটি বাংলাদেশের ৪৭তম ইনিংস ব্যবধানে পরাজয়। আর সর্বোচ্চ ৯ বার টাইগারদের এই তেতো অভিজ্ঞতা দিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে একই সংখ্যক টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে জেতার রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকারও। এই রেকর্ডে শ্রীলঙ্কা আজ প্রোটিয়াদের পাশে বসল।