× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হতাশাময় দিনে উজ্জ্বল তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১০:২৯ এএম

হতাশাময় দিনে উজ্জ্বল তাইজুল

দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের জোড়া আঘাতে। তবে সেটুকু বিপদ সামলে দ্রুতই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে স্বাগতিকরা দাঁড় করায় দুইশোর্ধ্ব রানের লিড। এই টেস্টের আগের দুই দিনের মতো তৃতীয় দিনও হতাশায় পার করেছে বাংলাদেশ। বিবর্ণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও ছন্নছাড়া। ইনিংস পরাজয় যেখানে চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে, সেখানে যা একটু উজ্জ্বল স্পিনার তাইজুল ইসলাম। লঙ্কানদের প্রথম ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। বিদেশ বিভূঁইয়ে তাইজুলের ফাইফারে অনন্য কীর্তি হয়েছে বাঁহাতি এ স্পিনারের।

বাংলাদেশ টেস্ট দলে যেন অপরিহার্য সদস্য হয়ে গেছেন তাইজুল ইসলাম। প্রায় প্রতিটি টেস্ট সিরিজেই তাইজুল ইসলাম নিজের কাজটা করে যান, সিরিজের ফল যা-ই হোক না কেন। গতকালও কলম্বোতে তাইজুল নিলেন ৫ উইকেট। দল যদিও প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে ছিল। তবে শ্রীলঙ্কার লিড যে ৩০০-৪০০ হয়নি, সেটি মূলত তাইজুলের কল্যাণেই। আউট করেছেন দুই লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এবং দুই টেলএন্ডার থারিন্দু রত্নায়েকে ও আসিতা ফার্নান্ডোকে।

তাইজুলের ৫ উইকেটে বাংলাদেশ যেমন লাভবান হয়েছে, তেমনি নতুন এক কীর্তি গড়েছেন তিনিও। ২০১৮ সাল থেকে টেস্টে যৌথভাবে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের আশপাশে কারা আছে জানলে এই কীর্তির মাহাত্ম্য বুঝতে পারবেন। এই সময়ে তাইজুল ৫ উইকেট নিয়েছেন ১৪ বার। তাইজুলের সমান ১৪ বার ৫ উইকেট নিয়েছেন সময়ের সেরা বোলার যশপ্রীত বুমরা। তাইজুল গতকাল পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। শীর্ষে পাঁচে আছেন নাথান লায়ন ও রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার অফ স্পিনার লায়ন ১২ বার ও ভারতের সাবেক অফ স্পিনার অশ্বিন ১১ বার নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশ দলে অভিজ্ঞ আরেক বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে তার অভাব বুঝতে দিচ্ছেন না তাইজুল।

গতকালকে পাওয়া ৫ উইকেটের সুবাদে বর্তমানে তাইজুলের টেস্ট উইকেট ২৩৭টি। সাকিবকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন আর মাত্র ৯ উইকেট। শীর্ষ পাঁচে থাকা বোলারদের মধ্যে তাইজুলই সবচেয়ে কম ইনিংস বোলিং করেছেন। ১৪ বার ৫ উইকেট নিতে বুমরা (৮৮) তাইজুলের (৬৯) চেয়ে ১৯ ইনিংস বেশি বোলিং করেছেন। এই তালিকায় ৭ নম্বরে আছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি ৫ উইকেট নিয়েছেন ১০ বার।

তাইজুল এ নিয়ে দেশের বাইরে ৫ উইকেট নিলেন মোট পাঁচবার। এটিও বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ। তার সমান পাঁচবার বিদেশে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব অবশ্য তাইজুলের চেয়ে আট ইনিংস বেশি বোলিং করেছেন। সাকিবের আরও অনেক রেকর্ডের খুব কাছেই আছেন তাইজুল। সাকিব বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯ বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তাইজুল নিয়েছেন ১৭ বার। আর দুবার নিলেই তার সময়ের সেরা অলরাউন্ডারকে ধরে ফেলবেন তাইজুল।

বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার তালিকায় তাইজুল এখন চতুর্থ। আর তিনবার ৫ উইকেট পেলে সাকিবকে ছাড়িয়ে তিনি বসবেন ড্যানিয়েল ভেট্টোরির পাশে (২০)। তবে শীর্ষে ওঠা তাইজুলের জন্য খুব কঠিন হবে। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৩৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছে রঙ্গনা হেরাথ। মজার ব্যাপার হলো, ভেট্টোরি-হেরাথ দুজনকেই বাংলাদেশ দলে স্পিন বোলিং কোচ হিসেবে পেয়েছেন তাইজুল। খুব দ্রুত বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিও হতে পারেন তাইজুল। তার উইকেট এখন ২৩৭টি। সাকিবের চেয়ে মাত্র ৯টি দূরে। সাকিবকে তিনি ছাড়িয়ে যেতে পারেন নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেই।

কলম্বোয় তৃতীয় দিন দেড়শ রান তুলে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের শিকার হন নিশাঙ্কা। ১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করেন তিনি। নিশাঙ্কার পর লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ৭ রানে থামিয়ে দেন তাইজুল। লঙ্কানদের ৪২৯ রানের মাথায় রত্নানায়েকে আউট করে ইনিংসে চতুর্থ উইকেট পকেটে তোলেন তাইজুল। স্বাগতিকদের শেষ উইকেট আসিতা ফার্নান্দোকে আউট করে ফাইফার পূর্ণ করেন বাংলাদেশের অভিজ্ঞ এই স্পিনার। দিনটা বাংলাদেশের জন্য হতাশার হলেও যা একটু আলো ছড়িয়েছেন কেবল তাইজুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা