× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ০৯:৪৩ এএম

ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশ ড্র করলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কলম্বোতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারার শঙ্কায়। তাইজুলের ফাইপার ছাড়াও বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে ব্যাটিং-বোলিংয়ে ছন্নছাড়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারীরা শ্রীলঙ্কার বোলিংতাণ্ডবে ২৪৭ রানে অলআউট হয়ে যায়। তার বিপরীতে শ্রীলঙ্কা ৪৫৮ রান করে। বাংলাদেশকে লিড দেয় ২১১ রানের। দ্বিতীয় ইনিংসে ২১১ রানের লিডে স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী হয় বাংলাদেশ। ৩৮.৪ ওভারে টাইগাররা ৬ উইকেট বিলিয়ে দেয় ১১৫ রানেই। গতকাল তৃতীয় দিন শেষে ৯৬ রানে এখনও পিছিয়ে বাংলাদেশ। হাতে রয়েছে ৪ উইকেট। 

কলম্বোতে বাংলাদেশ টস পেয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা এনামুল দ্বিতীয় ইনিংসে এবার ব্যাটিংয়ে আক্রমণাত্মকভাবে খেলার চেষ্টা করেন। এবারও সফল হননি। দুই চার ও এক ছক্কায় ১৯ রানে সাজঘরে ফেরেন ডানহাতি এই ওপেনার। ৩১ রানে বাংলাদেশ এনামুল হককে হারিয়ে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। সে ধাক্কা যেন আর থামতেই চায়নি। রানের চাকা আর না এগিয়ে ৩১ রানেই দ্বিতীয় উইকেটের পতন। এরপর মমিনুল-নাজমুল হাসান শান্ত ম্যাচটা ধরার চেষ্টা করেন। কিন্তু তাদের জুটি বেশি দূর এগোতে দেয়নি শ্রীলঙ্কান বোলাররা। ৬৩ রানে হারায় তৃতীয় উইকেটটি। তাদের জুটি থামে মাত্র ৩২ রানে। শান্তকে এলবিডব্লিউর ফাঁদে এবং মমিনুল ক্যাচে সাজঘরে ফেরান লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম টেস্টে দুই সেঞ্চুরি করা শান্ত ফেরেন ১৯ রানে এবং মমিনুল ১৫ রানে। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৬ রান মুশফিকের। তৃতীয় দিন শেষে লিটন ১৩ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে হারার যে শঙ্কা তা উত্তরণের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। 

প্রথম ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ২৯০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দুই সেশনে বাংলাদেশ তাদের অলআউট করতে পেরেছে ঠিকই, কিন্তু ততক্ষণে গুরুত্বপূর্ণ রানগুলো করে ফেলেছে তারা। ২১১ রানের লিডে ৪৫৮ রানে গিয়ে থামে স্বাগতিকরা। বাংলাদেশের তাইজুল ইসলাম বিদেশের মাটিতে পঞ্চমবারের মতো পান পাঁচ উইকেট।

কলম্বোতে কীভাবে ব্যাটিং করতে হয় তা যেন ‍শিখিয়ে দিয়েছে লঙ্কান ব্যাটাররা। যেখানে বাংলাদেশের ব্যাটাররা বল খেলতে হিমশিম খাচ্ছে সেখানে পাথুন নিশাঙ্কা ১৯টি চারে ১৫৮ রান ও চান্দিমাল ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। অন্যদিকে গল টেস্টে তিন সেঞ্চুরি থাকলেও কলম্বোতে ৫০-এর ঘরেই যেতে পারেনি বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৪৭ ও ৩৮.৪ ওভারে ১১৫/৬ (মুশফিক ২৬, এনামুল ১৯, নাজমুল ১৯, মুমিনুল ১৫, লিটন ১৩*; ধনাঞ্জয়া ২/১৩, জয়াসুরিয়া ২/৪৭)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৬.৫ ওভারে ৪৫৮ (নিশাঙ্কা ১৫৮, চান্দিমাল ৯৩, কুশল ৮৪; তাইজুল ৫/১৩১, নাঈম ৩/৮৭)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা