× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় হেডিংলি টেস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১০:২৫ এএম

শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় হেডিংলি টেস্ট

আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়তে হলো ভারতকে। কে এল রাহুল এবং ঋশাভ পান্তের সেঞ্চুরিতে রীতিমত উড়ছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেখান থেকে একটানেই যেন ভারতকে মাটিতে নামালেন জশ টাং। মেইডেন ওভার দিয়েছেন, তবে সেখানে তিন উইকেটও পেয়েছেন। হেডিংলি টেস্টের ৪র্থ দিনের শেষ সেশনে মাত্র ৩১ রানেই ভারত হারিয়েছিল ৬ উইকেট। 

৩৩৩ রানে ৪ উইকেট থেকে ৩৬৪ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে এই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন রাহুল এবং পান্ত। রাহুলের ব্যাট থেকে আসে ১৩৭ রানের ইনিংস। আর পান্ত থামেন ১১৮ রানে। দুজনের সেঞ্চুরিতে লিড দাঁড়ায় ৩৭০ রানের। ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন দিনের বাকি ছিল মোটে ২৯ মিনিট। 

৩৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড পথ হারায়নি। ৬ ওভারে তুলেছে ২১ রান। দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি অপরাজিতই আছেন। মঙ্গলবার (২৪ জুন) ৫ম দিনে ইংল্যান্ডের দরকার ৩৫০ রান। আর ভারতের তুলে নিতে হবে ১০ উইকেট। 

বাজবল তত্ত্ব ইংলিশ ক্রিকেটে আগমনের পর থেকেই ফলাফল বের করে আনার পক্ষেই আছে বেন স্টোকসের দল। ড্র শব্দটাই যেন অভিধান থেকে মুছে দিতে চাইছে তারা। পঞ্চম দিনেও যে তাই ইংল্যান্ডের ব্যাটাররা ফলাফল বের করে আনতে মরিয়া থাকবেন– সেটা সহজেই অনুমেয়। তবে ভারতও নিশ্চিতভাবেই ছাড় দেয়ার নয়। পুরো দিনে ১০ উইকেট আদায়ের চেষ্টা থাকবে তাদেরও। 

পঞ্চম দিনে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন জাসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে তার ঝুলিতে গিয়েছিল ৫ উইকেট। ইংলিশদের টপঅর্ডার এবং শেষদিকে প্রতিরোধ করা ক্রিস ওকসদের ফিরিয়েছিলেন তিনিই। তবে ইনজুরিপ্রবণ বুমরাহ শেষদিনে ঠিক কতখানি দিতে পারবেন-সেটা নিয়ে খানিক জল্পনা থেকেই যাচ্ছে। 

এর আগে হেডিংলিতে ম্যাচের শুরু থেকেই দুই দল লড়াই করেছে সমানে সমান। প্রথম ইনিংসে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল আর ঋশাভ পান্তের সেঞ্চুরিতে ৪৭১ রানের বড় এক সংগ্রহ দাঁড় করায় সফরকারী ভারত। জবাবে জ্যাক ক্রলির ফিফটি আর অলি পোপের সেঞ্চুরিতে দারুণ জবাব দেয় ইংল্যান্ড। পরবর্তীতে হ্যারি ব্রুক আর শেষদিকে ওকস-কার্সের জুটিতে ইংল্যান্ড গিয়েছে ৪৬৫ পর্যন্ত। 

দ্বিতীয় ইনিংসে দুই সেঞ্চুরির সুবাদে ভারত সংগ্রহ করেছে ৩৬৪। ৬ রানের লিডের সুবাদে ভারত শেষ পর্যন্ত চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে দিয়েছে ৩৭১ রানের টার্গেট। জবাবে ২১ রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা।

আজ টেস্টের শেষদিনের খেলা। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা