× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলারদের হতাশার দিনে রাজত্ব লঙ্কার নিশাঙ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৬:৩৬ পিএম

বোলারদের হতাশার দিনে রাজত্ব লঙ্কার নিশাঙ্কার

বল হাতে হতাশার দিনই কাটালেন বাংলাদেশের বোলাররা। ব্যাট হাতে প্রথম দুদিন লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছিলেন মুশফিকুর রহিম। সফরকারী টাইগার বোলারদের নিয়ে গতকাল বৃহস্পতিবার একই কাজ করেছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। তার ক্যারিয়ার সেরা ১৮৭ রানে ভর করে তৃতীয় দিন শেষে লঙ্কানদের রান ৪ উইকেটে ৩৬৮। চলতি গল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা পিছিয়ে আছে ১২৭ রানে। স্বাগতিকদের হাতে এখনও ৬ উইকেট।

আগের দিনে বৃষ্টির ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে গতকাল দিনের খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪৭ রানে। অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফিরতি ক্যাচে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এরপর দিনেশ চান্ডিমালকে (৫৪) নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৭ রান যোগ করেন নিশাঙ্কা। নাঈম হাসান চান্ডিমালকে আউট করার পর বিদায়ি টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিশাঙ্কা। ম্যাথুসকে (৩৯) শিকারে পরিণত করেন অনিয়মিত স্পিনার মুমিনুল হক। তবে মাথাব্যথার কারণ হয়ে ওঠেন নিশাঙ্কা। জাগিয়ে তোলেন ডাবলসেঞ্চুরির সম্ভাবনা। মাত্র ১৩ রানের জন্য ডাবলসেঞ্চুরি পাননি তিনি। তাকে সরাসরি পোল্ড করেন টাইগার পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ নতুন বল নিয়ে প্রথম ওভারেই হাসান পেয়ে যান নিশাঙ্কার উইকেট। গতকাল পুরো দিনে এটাই বাংলাদেশ শিবিরে ছিল সবচেয়ে বড় স্বস্তি। ২৩ চার ও ১ ছক্কায় ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংস খেলেন নিশাঙ্কা। টেস্টে এটা তার তৃতীয় সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ছিল ১২৭। নিশাঙ্কাকে হারানোর পর দিনের শেষ বিকালটা নির্বিঘ্নেই কাটান স্বাগতিক দলের কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

এর আগে ৪৮৪/৯ নিয়ে খেলতে নেমে বাংলাদেশ যোগ করতে পারে মাত্র ১১ রান। শেষ ব্যাটসম্যান নাহিদ রানাকে ফিরিয়ে আসিথা ফার্নান্দো দেখা পান চতুর্থ শিকারের। মাত্র ৫ রানের জন্য প্রথম ইনিংসে পাঁচশর নাগাল পায়নি বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা লিড পায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

আজ চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল সোয়া ১০টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা