× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়াঙ্গনের তিন অ্যাসোসিয়েশন ‘বিলুপ্ত’ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৩:৪১ পিএম

ক্রীড়াঙ্গনের তিন অ্যাসোসিয়েশন ‘বিলুপ্ত’ ঘোষণা

জাতীয় ক্রীড়া পরিষদ অধিভুক্ত ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সংখ্যা ৫৫টি। প্রায় সমজাতীয় খেলায় একাধিক ফেডারেশন-অ্যাসোসিয়েশনও রয়েছে। আবার অনেক অপ্রচলিত খেলার জন্য সংস্থাও অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আজ এক প্রজ্ঞাপনে ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনকে বিলুপ্ত করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ ক্ষমতাবলে এটি বাস্তবায়ন হয়েছে। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে এটাই প্রথম সাংগঠনিক কাঠামোগত সংস্কার হিসেবে পরিগণিত হচ্ছে। 

এই তিন অ্যাসোসিয়েশনে নিজস্ব স্বত্তা বিলুপ্ত হলেও প্রায় সমধর্মী অন্য ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে। প্যারা আরচ্যারিকে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন, খিউকুশিন কারাতেকে বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশনকে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

খিউকুশিন, প্যারা আরচ্যারির জন্ম দুই বছরের মধ্যে হলেও ঘুড়ি অ্যাসোসিয়েশন অবশ্য প্রায় দুই দশক আগে থেকেই ছিল। ঘুড়ি উৎসব জনপ্রিয় হলেও ঘুড়ি অ্যাসোসিয়েশনের কার্যক্রম অনেক দিন থেকেই দৃশ্যমান নয়। তিন অ্যাসোসিয়েশন তিন ফেডারেশনের সঙ্গে একীভূত হওয়া তিন ফেডারেশনের কর্ম পরিধি বাড়বে এর বিপরীতে জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক বরাদ্দ ও অন্যান্য সুযোগ-সুবিধা কতটুকু বাড়ে সেটা এখনো স্পষ্ট নয়।

গত জাতীয় নির্বাচনের শেষ দিকে খিউকুশিন কারাতেকে আলাদা এসোসিয়েশনের স্বীকৃতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনির প্রভাবে এই অ্যাসোসিয়েশনের সৃষ্টি হয়েছিল। এ রকম নানা সময় নানা চাপ ও তদবিরে জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশন-অ্যাসোসিয়েশনের জন্ম দিয়েছে। জুজুৎসু, সেপাক টেকরো, থ্রোবল, বাশাআপ, মাউন্টেরিং,চুকবলের মতো অপ্রচলিত অনেক খেলাকেই অ্যাসোসিয়েশনের স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রায় সমধর্মী খেলা তায়কোয়ান্দো, তায়কোয়ানডো, কারাতে ও মার্শাল আর্ট আলাদা আলাদা ফেডারেশন রয়েছে। 

তিন অ্যাসোসিয়েশন একীভূত করায় এখন ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সংখ্যা হয়েছে ৫২টি। ফুটবল ও ক্রিকেট বাদে অন্য ফেডারেশন-অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটি গঠন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতোমধ্যে কয়েকটি ধাপে ৪৭ ফেডারেশন-অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে। বাকি তিনটির মধ্যে মহিলা ক্রীড়া সংস্থা, শুটিং ফেডারেশনের কমিটি এখনো প্রকাশিত হয়নি। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য আসা শুটিংয়ের কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনের বেশ কৌতূহল রয়েছে। কমিটির অপেক্ষায় থেকে শুটিংও স্থবিরতার মধ্যে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা