× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১৬:১১ পিএম

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ

আগামী এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর জায়গায় ৫০ ওভারের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। গতকাল বৃহস্পতিবার বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করবেন ২৭ বছর বয়সি এই ডানহাতি অলরাউন্ডার। 

ওয়ান ডে ক্রিকেটে মিরাজের অধিনায়ক হওয়ার মধ্য দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ভিন্ন তিন অধিনায়কের পথে হাঁটল বাংলাদেশ। এর আগে আগামী মৌসুমের জন্য টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়কের দায়িত্ব পান মিরাজ। তবে ওয়ানডে ক্রিকেটে সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। টেস্ট ক্রিকেটে এক বছরের জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। টি-টোয়েন্টিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। আসছে শ্রীলঙ্কা সফর থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশের তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়কের যাত্রা। তিন বছর পর ক্রিকেটের তিন ফরম্যাটে ভিন্ন তিন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে টেস্টে মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মিরাজ তার প্রতিক্রিয়ায় জানান, ‘বোর্ডের পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটি আমার জন্য বিশাল এক সম্মান। যেকোনো ক্রিকেটারের জন্যই দেশের নেতৃত্ব দেওয়া একটি স্বপ্ন এবং বোর্ড যে আস্থা আমাকে দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’ যোগ করেন, ‘আমার এই দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমাদের কাছে ভয়ডরহীন ক্রিকেট খেলার দক্ষতা এবং বিশ্বাস আছে। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করব, এবং দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা বিলিয়ে দেব।’

মিরাজের নেতৃত্বের অভিজ্ঞতা বেশ পুরনো। জাতীয় দলে বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ঘরের মাঠে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বেই তৃতীয় স্থান পায় বাংলাদেশ। এ ছাড়া গত বছর শান্তর অনুপস্থিতিতে চার ওয়ানডে ও দুই টেস্টেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

দেশের জার্সিতে মিরাজ তার ৮ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ব্যাট হাতে দুই সেঞ্চুরিতে ১ হাজার ৬১৭ রান ও বল হাতে শিকার করেছেন ১১০ উইকেট। বর্তমানে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন মিরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা