× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন নিয়মে আইপিএল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১২:১২ পিএম

নতুন নিয়মে আইপিএল

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেঁকে বসেছেন, অস্ট্রেলিয়ানদের কেউ কেউ আসতে চান না। বিদেশি খেলোয়াড়দের নিয়ে তাই নতুন বিড়ম্বনায় আইপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলো আবার নতুন নিয়মের মাঝে পড়েছেন। এখন যারা আসবে না তাদের বদলি নিতে পারবে, কিন্তু রিটেন করতে পারবে না।নতুন নিয়মটিই কাল হয়ে দাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, এতে দলগুলোর খসাতে হবে বাড়তি অর্থ। খরচ হবে কোটি কোটি টাকা। নিয়মের বিষয়টিতে ভারতের ক্রিকেট বোর্ডের প্রতি অসন্তোষও জানিয়েছে দলগুলো।

আজ শনিবার থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। পরিবর্তন হয়েছে ফাইনালের তারিখও।তার আগে বিসিসিআই জানিয়েছে, আইপিএল স্থগিত হওয়ার পর যেসব ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হবে, তাদের রিটেন করা যাবে না। এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে কম বড় ধাক্কা নয়। তবে বোর্ড বলছে, স্থগিত হওয়ার আগে যাদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের চাইলেই নতুন মৌসুমে রিটেন করতে পারবে দলগুলো।

আইপিএল স্থগিত হওয়ার ৪৮ ঘণ্টা আগেও কয়েকজন খেলোয়াড় আইপিএলে যোগ দিয়েছিল। যেমন সেদিকুল্লাহ অতল (দিল্লি ক্যাপিটালস), মায়াঙ্ক আগরওয়াল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও নান্দ্রে বার্গার (রাজস্থান রয়্যালস) তাদের পরবর্তী আইপিএলের আগে রিটেন করা যাবে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এই নিয়ম চলবে না। অর্থাৎ চাইলেই আগামী মৌসুমে ফিজকে রাখতে পারবে না দিল্লি। নতুন করে নিলাম থেকে কিনতে হবে তাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা