প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ২২:০০ পিএম
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (CAVA) বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত থেকে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ আনুষ্ঠানিকভাবে শাহরিয়ার জাহেদীর হাতে নিয়োগপত্র তুলে দেন।
এ সময় প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ বলেন, “ শাহরিয়ার জাহেদী তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং নিষ্ঠার মাধ্যমে মধ্য এশিয়ার ভলিবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার সক্রিয় অবদান এই অঞ্চলের ভলিবল ফেডারেশনগুলোর সক্ষমতা আরও বাড়াবে।”
সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন মধ্য ও দক্ষিণ এশিয়ার ১৪টি জাতীয় ফেডারেশন নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংগঠন। সংস্থাটি ইনডোর, সৈকত এবং গ্রাস ভলিবল খেলার উন্নয়ন ও ব্যবস্থাপনায় কাজ করে। এছাড়া সংগঠনটি 'CAVA এশিয়ান মেনস নেশনস লিগ' এবং 'CAVA এশিয়ান উইমেন্স নেশনস লিগ'-সহ বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করে।
এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর এই মনোনয়নকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভলিবলের আন্তর্জাতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধির ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।