× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

শাইনপুকুরকে হারিয়ে টিকে রইল ব্রাদার্স ইউনিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ২১:০১ পিএম

শাইনপুকুরকে হারিয়ে টিকে রইল ব্রাদার্স ইউনিয়ন

সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে বড় পুঁজি গড়তে দিলেন না ব্রাদার্স ইউনিয়নের বোলাররা। পরে রান তাড়ায় জ্বলে উঠলেন জাহিদউজ্জামান খান ও মিজানুর রহমান। তাদের দুজনের পঞ্চাশছোঁয়া ইনিংসে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে রইল মাইশুকুর রহমানের দল।

সোমবার (২১ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রেলিগেশন লিগের ম্যাচটিতে ৬ উইকেটে জয় পেয়েছে ব্রাদার্স। বৃষ্টির কারণে ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮০ রান করে শাইনপুকুর। জবাবে ১৮ বলে বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স।

দলটির জয়ের নায়ক জাহিদউজ্জামান ৮৮ বলে ১ ছক্কা ও ১১ চারে ৮৫ রান করে অপরাজিত থাকেন। ৫ ছক্কা ও ৪টি চারে ৫৬ বলে ৬৯ রান করেন মিজানুর। তাদের দুজনের জুটিতে আসে ১৩২ রান। শাইনপুকুরের বাঁহাতি স্পিনার আনোয়ার হোসেন ২৬ রানে নেন দুই উইকেট।

এর আগে শাইনপুকুরের ইনিংসে চার ব্যাটসম্যানই দুই অঙ্ক স্পর্শ করেন। কিন্তু কেউই খেলতে পারেননি বড় ইনিংস। আট নম্বরে নেমে ইনিংসের একমাত্র ফিফটি করেন মিনহাজুল আবেদিন সাব্বির। এই কিপার-ব্যাটসম্যানের ৫৯ রানের অপরাজিত ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ৫ চারে। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাহাতুল ফেরদৌস।

এ নিয়ে টানা ১২ ম্যাচ হারল আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া শাইনপুকুর। প্রিমিয়ার লিগে টিকে থাকতে রেলিগেশন লিগের শেষ ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারাতে হবে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের। আর এই লড়াই থেকে এক পয়েন্ট পেলেই টিকে যাবে সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া পারটেক্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা