প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ২০:৫৯ পিএম
২০২৪-২৫ মৌসুমের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চুক্তিটি ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য হবে। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তিনটি ফরম্যাটে অংশগ্রহণের ওপর নির্ভর করে মোট ৩৪ জন ক্রিকেটারের সঙ্গে চারটি ক্যাটাগরিতে নতুন এই চুক্তি করেছে বিসিসিআই।
যেখানে আগের মতোই শীর্ষ গ্রেডে (এ+) আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি,
যশপ্রীত বুমরা ও রবিন্দ্র জাদেজা। সর্বশেষ চুক্তিতে না থাকা শ্রেয়াস আইয়ার এবং ইশান
কিষান থাকছেন নতুন চুক্তিতে। ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে এসেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান
ঋষভ পন্ত। এ ছাড়া প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন পাঁচজন। তারা হলেনÑ রজত
পাতিদার, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী।
রোহিত, কোহলি ও জাদেজা এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর
নিয়েছেন। শুধু টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলেন তারা। তবে বিসিসিআই তিনজনকে শীর্ষ গ্রেডে
রেখে দিয়েছে। প্রতি গ্রেডের বেতন অবশ্য আগের মতোই আছে। এ+ গ্রেডের ক্রিকেটাররা বেতন
পাবেন বছরে ৭ কোটি রুপি। ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন বছরে ৫ কোটি রুপি। ‘বি’ গ্রেড
৩ কোটি এবং ‘সি’ গ্রেড ১ কোটি রুপি বছরে।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা
গ্রেড-এ+ (৭ কোটি রুপি) : রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবিন্দ্র জাদেজা
গ্রেড-এ (৫ কোটি রুপি) : মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডে, মোহাম্মদ শামি, ঋষভ পন্ত
গ্রেড-বি (৩ কোটি রুপি) : সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার
গ্রেড-সি (১ কোটি রুপি) : ঈশান কিষান, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিভম দুবে, রবি বিষ্ণোই, ধ্রুব জুরেল, সরফরাজ খান, রজত পাতিদার, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী।