প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৯ পিএম
জাতীয় দলের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন কেবল একটি ম্যাচ, সেখানেও বলার মতো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না তিনি। দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাই লাল-সবুজের জার্সিতে সাইলেন্ট কিলারের শেষ। এরপর দেশে ফিরে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন মাহমুদউল্লাহ। তবে লিগে শুরু থেকে ছিলেন না, ইনজুরির কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি ম্যাচ। সব মিলিয়ে খেলেছেন ৫ ম্যাচ। তবে বলার মতো কিছুই করতে পারেননি।
বৃহস্পতিবার সুপার লিগের প্রথম ম্যাচেও ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ মাহমুদুল্লাহ; করেছেন স্রেফ ১২ রান। দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার মোহামেডানের হয়ে খেলছেন চলমান ডিপিএলে। সব মিলিয়ে ৫ ইনিংসে তার রান যথাক্রমেÑ ১০, ৭, ১৬, ১৭, ১২। সব মিলিয়ে ৬২ রান। সর্বোচ্চ রান করেছেন এর মধ্যে ১৭, স্ট্রাইক রেট ৬৬ দশমিক ৬৭।
মাহমুদউল্লাহর সাম্প্রতিক এমন পারফরম্যান্স নিয়ে বিসিবির এক নির্বাচক বলছিলেন, ‘এটা নিয়ে হয়তো কোচদের সঙ্গে কথা বলছে রিয়াদ, অনেক দিন ধরে সে খেলছে। কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে সে সব কিছুই বোঝার কথা। কারো না কারো সঙ্গে নিশ্চয়ই কথা বলছে সে। যে কোনো বড় খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু চাওয়া পাওয়াটা একটু বেশিই থাকে। ওর একটা বিষয় আছে যে এখন হয়তো রান পাচ্ছে না, কিন্তু এমন দুই ম্যাচে রান পেয়ে যাবে। যেটা দলের জন্য ভালো হবে তখন যেটা পুরো সিজনের ব্যর্থতা ঢেকে দিতে পারে। মানুষটা একটা আশা নিয়ে বাঁচে।’
সুপার লিগের ম্যাচে আগামীকাল রবিবার মাঠে নামবে মাহমুদউল্লার দল মোহামেডান। এদিন তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। একই দিনে ম্যাচ আছে আরও দুটি। ঢাকা আবাহনী খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আর একই সময়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ লিজেন্ড অব রূপগঞ্জ।