বাংলাদেশ প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ২১:২৮ পিএম
ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ আসরের সুপার লিগ শুরু হচ্ছে আগামীকাল থেকে
ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ আসরের সুপার লিগ শুরু হচ্ছে আগামীকাল থেকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান ছাড়াও আজ মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
সুপার লিগের প্রথম রাউন্ডে
মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। আবাহনী লিমিটেড খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে এবং
গাজী গ্রুপ গুলশান ক্লাবের মুখোমুখি হবে। ১৮ ও ১৯ এপ্রিল বিশ্রামের পর ২০ এপ্রিল মোহামেডান
অগ্রণী ব্যাংকের, আবাহনী গুলশানের ও গাজী গ্রুপ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে।
দ্বিতীয় রাউন্ড শেষে আরও ২
দিনের বিরতি। ২১ ও ২২ এপ্রিল বিশ্রাম ও অনুশীলনের পর ২৩ এপ্রিল মোহামেডান ও গুলশান,
আবাহনী ও গাজী গ্রুপ এবং অগ্রণী ব্যাংক ও রূপগঞ্জ পরস্পরের মোকাবিলা করবে। ২৪ ও ২৫
এপ্রিল বিশ্রামের পর ২৬ এপ্রিল হতে পারে চতুর্থ রাউন্ড। তবে আপাতত তিন রাউন্ডের সূচিই
প্রকাশ করা হয়েছে।
ভেন্যু হিসেবে এবারও যথারীতি
মিরপুর ও বিকেএসপি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি খেলা হবে সাভারে
অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ ও ৪ নম্বর মাঠে। টি স্পোর্টসের মাধ্যমে
প্রতিটি ম্যাচই সরাসরি উপভোগ করা যাবে।
আবাহনী ও মোহামেডান দুই দলের
সমান ১৮ পয়েন্ট করে থাকলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে থেকে সুপার লিগ শুরু করবে আবাহনী।
মোহামেডান আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে গাজী গ্রুপ, যাদের পয়েন্ট ১৬। ১৫ পয়েন্ট
গুলশান ক্লাবের। এ ছাড়া অগ্রণী ব্যাংক ১৪ ও রূপগঞ্জ ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ধানমন্ডি ক্রিকেট ক্লাবের মতো বড় দল এবার সুপার লিগে
উঠতে ব্যর্থ হয়েছে।