প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ২০:৫৯ পিএম
ভুটানের নারী ফুটবল লিগ খেলতে আজ রবিবার থিম্পুতে পৌঁছেন বাংলাদেশ নারী দলের আরও পাঁচ ফুটবলারÑ সানজিদা আক্তার, রূপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার।
ভুটানের নারী ফুটবল লিগ খেলতে আজ রবিবার থিম্পুতে পৌঁছেন বাংলাদেশ নারী দলের আরও পাঁচ ফুটবলারÑ সানজিদা আক্তার, রূপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার। তাদের সঙ্গে ভুটান যাওয়ার কথা ছিল কৃষ্ণা সরকারেরও। কিন্তু তার ক্লাব এখনও ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে না পারায় তিনি কিছুদিন পর যাবেন।
ভুটানের নারী লিগ খেলতে এক
সপ্তাহ আগে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা থিম্পু পৌঁছেন। তারা চারজনই পারো এফসির
হয়ে খেলবেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও
রূপ্না চাকমা। ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারেরও এই দলের হয়ে খেলার কথা। সানজিদা, মারিয়া
ও শামসুন্নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে।
আগামী ২৫ এপ্রিল থেকে এই নারী
ফুটবল লিগ শুরু হওয়ার কথা। ভুটানের নারী লিগের দৈর্ঘ্য বাংলাদেশের চেয়ে বেশি। ভুটানে
যাওয়া বাংলাদেশের এক নারী ফুটবলারের কাছ থেকে প্রাপ্ত ফিকশ্চারে দেখা গেছে, এপ্রিলের
শেষ সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত ৯টি ম্যাচ খেলা হবে। সপ্তাহ তো বটেই, কয়েক ম্যাচের মধ্যে
মাসেরও ব্যবধান রয়েছে।
১৯ মের পর একটি ক্লাবের ম্যাচ
রয়েছে ১৬ জুন। জুনের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। কোচ পিটার
বাটলার ভুটানে নারী ফুটবলারদের দলে ডাকলে সপ্তাহখানেকের বেশি সময় পাবেন না। আবার যদি
ফেডারেশন ক্লাবকে জুনের আগে ক্লাব থেকে ছাড়করণ করতে পারে, সেক্ষেত্রে অবশ্য মাসখানেক
সময় মিলতে পারে অনুশীলনের।