× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসএল

ফিলিস্তিনের পাশে মুলতান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ২০:৫৭ পিএম

মুলতান সুলতানের কোনে খেলোয়াড় চার-ছক্কা কিংবা উইকেট নিলে প্রতিটি উইকেট এবং বাউন্ডারি-ওভার বাউন্ডারির জন্য এক লাখ রুপি করে দেওয়া হবে গাজাবাসীর জন্য।

মুলতান সুলতানের কোনে খেলোয়াড় চার-ছক্কা কিংবা উইকেট নিলে প্রতিটি উইকেট এবং বাউন্ডারি-ওভার বাউন্ডারির জন্য এক লাখ রুপি করে দেওয়া হবে গাজাবাসীর জন্য।

মানবতা কাঁদছে। কাঁদছে বিশ্ব। ফিলিস্তিনে দুই মাসের যুদ্ধবিরতির পর হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের গণহত্যা থেকে রক্ষা পাচ্ছে না শিশু, বৃদ্ধ ও বনিতা। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন।

গাজার দিকে হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের প্রায় সকল দেশ। যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছে। ক্রীড়াঙ্গন থেকেও গাজার প্রতি সহানুভূতি জানানো হয়েছে। পাকিস্তান সুপার লিগে এক অসাধারণ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগের পেছনে মুলতান সুলতানস। দলটির কোনো খেলোয়াড় চার-ছক্কা কিংবা উইকেট নিলে প্রতিটি উইকেট এবং বাউন্ডারি-ওভার বাউন্ডারির জন্য এক লাখ রুপি করে দেওয়া হবে গাজাবাসীর জন্য।

পাকিস্তান সুপার লিগে গতকাল করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে মুলতান সুলতানস। নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি অবশ্য চারের কথাও বলেছেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’

মুলতান সুলতানস প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ রুপি অনুদান ঘোষণার পর যে ম্যাচটি খেলেছে, তাতে ব্যাটসম্যানরা ভালো অবদানই রেখেছেন। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুশ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি। সবচেয়ে বেশি ৫টি ছক্কা ও ৯টি চার মেরেছেন অধিনায়ক রিজওয়ান। যদিও ম্যাচটি তারা জেতেনি।

ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা