× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজার পর আসছেন সামিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৮:২০ পিএম

হামজার পর আসছেন সামিত

এপ্রিলের মাঝামাঝি সিদ্ধান্ত জানাবেন বলেছিলেন। বাফুফে সহ-সভাপতি সিদ্ধান্তের বিষয় জানতে চাওয়ার প্রেক্ষিতে সামিত সোম জানিয়েছেন তিনি লাল সবুজের জার্সিতে খেলতে ইচ্ছুক। হামজা চৌধুরির পর আরেক হাই প্রোফাইল ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। সামিত সিদ্ধান্ত নিয়েছেন এবং বাফুফের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন। 

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘বাংলাদেশ সময় দুপুরের দিকে আজ সামিত মেসেজ দিয়েছে সে সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত কথা বলতে চায়। এখন কানাডায় মধ্যরাত। বাংলাদেশ সময় রাতে তার সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কয়েক ঘণ্টা পর বিস্তারিত আলোচনা হবে। তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমরা আশা করি বাংলাদেশের জার্সিতে তাকে দেখতে পারব।’

বয়সভিত্তিক ফুটবল দলে কানাডার হয়ে খেলেছেন সামিত। বাংলাদেশি জন্ম সনদের অপেক্ষায় আছেন তিনি। তার বাবা ও মা ইতোমধ্যে পাসপোর্ট নবায়নের জন্য নেমে পড়েছেন। সেটা হয়ে গেলে তিনি নিজে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করবেন। তা হয়ে গেলে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে অপেক্ষা করতে হবে ফিফার অনুমোদনের। সেটা পেয়ে গেলেই তার লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর পথে আর বাধা থাকবে না।

কানাডা জাতীয় দলের হয়ে সামিত দুইটি ম্যাচ খেলেছেন ২০২০ সালে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সমিত আশা করছিল, হামজার খেলার পরে তার সঙ্গে যোগাযোগ করবে। সে চাচ্ছে বিবেচনা করতে কিন্তু কয়েকটা ব্যাপারের ওপর নির্ভর করে। কয়েকটা প্রশ্ন দিয়েছিল। আমরা জানিয়েছি। তারপর সে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় নিয়েছে। আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। এখন দেখার বিষয় হবে যে প্রক্রিয়া সম্পন্ন করতে কত দিন লাগতে পারে আমাদের।’

২৭ বছর বয়সি সামিত আগে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আগ্রহ দেখাননি। তবে হামজা বাংলাদেশে আসার পর হয়তো তার মত পরিবর্তন হতে পারে। এই সম্ভাবনা দেখেই বাফুফে আবার তার সঙ্গে যোগাযোগ করেছে। তারই ফল সামিতের বাংলাদেশি হওয়ার প্রক্রিয়া শুরু করা। সামিতের লক্ষ্য জুনের ডেডলাইন ধরাটা কিছুটা কঠিনই হতে পারে। তবে পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন না এলে, আর প্রক্রিয়া ঠিকঠাক এগোলে চলতি বছর লাল সবুজের জার্সিতে তাকে দেখতে পাওয়া যাবে, এটা একরকম নিশ্চিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা