× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তর কাছে সব ম্যাচই গুরুত্বের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৮:১২ পিএম

শান্তর কাছে সব ম্যাচই গুরুত্বের

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৩ এপ্রিল শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগেই আবাহনী-মোহামেডান ম্যাচে খেলবেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যরা। এই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে জাতীয় দলের সিলেট ক্যাম্প। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ম্যাচকে টেস্ট সিরিজের মতোই গুরুত্ব দিচ্ছেন। 

গতকাল শুক্রবার মিরপুর একাডেমি মাঠে আবাহনীর অনুশীলন শেষে শান্ত বলেন, ‘এই ম্যাচকে কোনোভাবেই শুধু প্রস্তুতি ম্যাচ বলা যাবে না। আমরা অনেক দিন পর টেস্ট খেলতে যাচ্ছি, একটু বেশি সময় পেলে ভালো হতো ঠিকই, তবে এই ম্যাচটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আবাহনী–মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি প্রত্যাশা। যারা টেস্ট দলে আছে, তারা মানসিকভাবে প্রস্তুত।’

আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলে খেলার সুযোগকে বিশেষ কিছু মনে করছেন শান্ত, ‘আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল। এ দুই দলে একদিন খেলব। আমি কারও ভক্ত ছিলাম না, তবে এটুকু জানতাম, এ দুই ক্লাবে খেলাটা একটা সম্মানের ব্যাপার। আমি সব ম্যাচকেই আন্তর্জাতিক ম্যাচের মতো করে দেখি, কোনো সিরিজ বা প্রতিপক্ষকে ছোট করে দেখি না।’

আগামীকাল ফাইনাল রাউন্ডের গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে শান্ত বলেছেন, ‘আমি এটাকে শুধু আরেকটা ম্যাচ হিসেবেই দেখি। বাড়তি কিছু ভাবার নেই। হারজিত গুরুত্বপূর্ণ না, প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে যা যা ভুল ছিল, সেটা যেন এবার না হয়, সেটাই লক্ষ্য।’

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ ও সামনের টেস্ট সূচি নিয়েও আশাবাদী শান্ত, ‘গত বছর আমরা চারটা টেস্ট জিতেছিলাম। এ বছর আরও ছয়টা গুরুত্বপূর্ণ টেস্ট আছে। লক্ষ্য থাকবে আগের চেয়ে ভালো ফল করা। আমরা কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখছি না। সিরিজ হোক জিম্বাবুয়ের সঙ্গে বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে—প্রতিটি ম্যাচকেই আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই দেখি।’

বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোতে অংশগ্রহণ করা ক্রিকেটারদের প্রসঙ্গও উঠে আসে। পিএসএলে খেলছেন নাহিদ রানা, আইপিএলে খেলবেন লিটন দাস ও রিশাদ হোসেন। বিসিবির এমন সুযোগ আরও বাড়ানো উচিত বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘এই ধরনের লিগে খেলা অভিজ্ঞতা বাড়ায়। তবে অবশ্যই জাতীয় দলের খেলার অগ্রাধিকার থাকতে হবে। বিসিবি যদি এমন সুযোগ আরও করে দেয়, সেটা ক্রিকেটারদের জন্য ভালো।’

প্রতিবারের মতো এবারও আবাহনী-মোহামেডানের ম্যাচ নিয়ে বাড়তি আলোচনা। প্রশ্ন হয়েছিল সাকিব আল হাসানের স্ট্যাম্পে লাথি মারা সেই বিতর্কের ম্যাচ নিয়েও। এ ব্যাপারে শান্তর সাবলীল উত্তর, ‘ওটা আসলে সেরা স্মৃতি নয়। ম্যাচে উত্তেজনা থাকবেই, তবে খেলাটা যেন সুন্দরভাবে শেষ হয়, সেটাই সবচেয়ে জরুরি। আমি আশা করব এবারও ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে অযাচিত কিছু ঘটবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা