× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে সুদর্শনের কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১৯:০৮ পিএম

আইপিএলে সুদর্শনের কীর্তি

আন্তর্জাতিক ক্রিকেটে সাই সুদর্শন তেমন পরিচিত কোনো নাম নয়। ভারতের জার্সিতে মাত্র তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সেই সুদর্শনই এমন এক রেকর্ড গড়লেন, যা আগে করতে পারেননি কোনো ভারতীয়। আইপিএলের ইতিহাসে প্রথম ৩০ ইনিংস শেষে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক এখন ২৩ বছর বয়সি এই তরুণ। বাঁহাতি এই ব্যাটার করেছেন ১৩০৭ রান। সামগ্রিকভাবে আছেন দুইয়ে। ৩০ ইনিংস শেষে সবচেয়ে বেশি ১৩৩৮ রান সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার শন মার্শের।

অবশ্য এই দুই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও আর দুই কীর্তিতে সুদর্শনের নাম আছে সবার ওপরে। আইপিএল ইতিহাসে প্রথম ৩০ ইনিংসে সবচেয়ে বেশি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই ভারতীয়। তার ত্রিশ পেরোনো ইনিংস আছে ২১টি। পেছনে ফেলেছেন শন মার্শের ২০টি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি। আর সিঙ্গেল ডিজিটে সবচেয়ে কম আউটের নজিরও তার। শেন ওয়াটসন প্রথম ৩০ ইনিংসে তিনবার আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। আর দুবার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন সাই সুদর্শন।

এ ছাড়া আইপিএলে এক মাঠে টানা ৫ হাফ সেঞ্চুরি ছাড়ানো ইনিংসের রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসিয়েছেন সুদর্শন। বেঙ্গালুরুর হয়ে ২০১৮ ও ২০১৯ আসর মিলিয়ে চিন্নাস্বামীতে টানা ৫ ফিফটি হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। আহমেদাবাদে এই কীর্তিতে নিজের নাম লিখিয়েছেন এই তরুণ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা