প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১৯:০৬ পিএম
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে আসন্ন সিরিজের প্রথম টেস্টের জন্য গত মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকে। মূলত গোড়ালির ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। ইনজুরির সমস্যা কাটিয়ে উঠতে টাইগার স্পিডস্টারকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
তাসকিনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন,
‘পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা
থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি নাÑ এ ব্যাপারে আমরা আলোচনা করছি।
এখন এই আলোচনা করে যদি একটা ভালো কিছু হয় তাহলে তো ভালো। এখন যদি ওরা (বাইরের ডাক্তার)
বলে যে তারা দেখতে চায়, তাহলে যেতে হবে বাইরে।’
জাতীয় দলে তিন ফরম্যাটেই অপরিহার্য ক্রিকেটার তাসকিন। চ্যাম্পিয়নস
ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির পর ডানহাতি এই পেসার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছিলেন। সম্প্রতি তার বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক
বৃদ্ধি ধরা পড়ে। যে কারণে বেশিরভাগ ম্যাচেই ব্যথা নিয়ে খেলতে হয়েছে তাকে। তাসকিনের
সমস্যা বাড়তে থাকায় বিকল্প ভাবতে শুরু করেছে বিসিবির মেডিকেল বিভাগ।
দেবাশীষ জানিয়েছেন, তাসকিনের গোড়ালির এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি
মিলবে না, ‘এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে
ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে
খেলতে হবে।’ তাসকিনের কাঁধের উদাহরণ টেনে পরে দেবাশীষ আরও বলেন, ‘ওর শোল্ডারে তো সমস্যা
আছে, সেটা ম্যানেজ করেই খেলে। যখন এটার জন্য সে ইংল্যান্ডে গিয়েছিল তখন বলেছিল অপারেশন
করতে। আমরা তো অপারেশন করাইনি, রিহ্যাব করিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওকে আমরা খেলিয়েছি।
ম্যানেজ করতে হচ্ছে আর কি।’
গোড়ালির ইনজুরি নিয়ে দেবাশীষ আরও বললেন, ‘এখন এই গোড়ালির অপারেশন
করলে জিনিসটা আনসারটেন হয়ে থাকে, আদৌ খেলতে পারবে কি না সেটা বলা কঠিন। এজন্য অপারেশন
জিনিসটা যত দেরিতে করা যায়, আর না করলে তো আরও ভালো।’
ফলে তাসকিনকে চিকিৎসার জন্য বিসিবি শেষ পর্যন্ত বিদেশে পাঠায় কি না
এবং এই চোট কতটা প্রভাব ফেলতে পারে তার ভবিষ্যৎ পারফরম্যান্সে, সেটাই এখন দেখার বিষয়।