নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১৯:০৫ পিএম
রেকর্ড, রেকর্ড আর রেকর্ড! ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের শুরুটা হয়েছে রেকর্ডময় এক জয়ে। বৃহস্পতিবার ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ গড়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। এরপর থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে লাল-সবুজের দল।
লাহোরে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান
করেছে বাংলাদেশের মেয়েরা। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন
ও জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণিতে ২৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস।
এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৪ সালের
নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ২৭২ রান তাড়া করতে নেমে শুরুটা
ভালোই করেছিল থাইল্যান্ডের মেয়েরা। ওপেনিং জুটিতে নাত্তইয়া বুচাথাম ও চানিডা সুত্তিরুয়াং
তুলেছিলেন ৩৮ রান। তবে এর পরের গল্পটা বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল
ফেরদৌসের। দুজনই নিয়েছেন ৫টি করে উইকেট। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫টি
করে উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। যদিও এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট
নেওয়ার এটি চতুর্থ ঘটনা।
শুরুটা করেন লেগস্পিনার ফাহিমা। ওপেনার বুচাথামকে ব্যক্তিগত ১৭ রানে
আউট করেন ফাহিমা। আরেক চানিডাকেও আউট করেছেন ফাহিমা। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান
নান্নাপাট কনচারোয়েনকিকেও আউট করেছেন তিনি। মিডল অর্ডারে ধস নামিয়েছেন প্রায় সাত বছর
পর ওয়ানডে খেলতে নামা জান্নাতুল। ওপেনিং জুটিতে ৩৮ রানের পর থাইল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ
জুটি এসেছে চতুর্থ উইকেট জুটিতেÑ ১৮ রানের। এর বাইরে কোনো জুটি দুই অঙ্কের ঘরেও যেতে
পারেনি। ৫ উইকেট নিতে ফাহিমা ৮.৫ ওভারে খরচ করেছেন ২১ রান, জান্নাতুল ৫ ওভারে দিয়েছেন
কেবল ৭ রান। এই দুজনের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিতে পেরেছিলেন শুধু খাদিজাতুল
কুবরা ও নাহিদা আক্তার।
এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি
ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করে
ফিরেছেন। তবে দ্বিতীয় উইকেটে ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার ১০৪ রানের জুটি গড়ে
দলকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেন। ৮২ বলে ৫৩ রান করে ২৮তম ওভারের প্রথম বলে বিদায় নেন
ফারজানা। এরপর চারে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে আবারও বড় জুটি গড়েন
শারমিন। ১৩৮ বলে ১৫২ রান এসেছে এই জুটি থেকে।
এই জুটি গড়ার পথে ৭৮ বলে ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন টাইগ্রেস অধিনায়ক
জ্যোতি। তার সেঞ্চুরিটি এই সংস্করণে নিগারের প্রথম ও বাংলাদেশের তৃতীয়। আগের দুটি সেঞ্চুরিই
ফারজানা হকের। ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফারজানা
হক, সেটিই এত দিন মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ছিল। তাকে পেছনে ফেলে
গুরুত্বপূর্ণ ম্যাচে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন
নিগার।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রান
করেন জ্যোতি। তিনে নামা শারমিন আক্তারও সেঞ্চুরির পথে ছিলেন। তবে অল্পের জন্য তিন অঙ্কের
নাগাল পাননি এই টপ অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত ১২৬ বলে ১১ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন
৯৪ রানে। থাইল্যান্ডের হয়ে বোলিংয়ে একটি করে উইকেট পান ফান্নিতা মায়া, থিপাচ্ছা পুথাওং,
অন্নিচ্চা কামচম্ফু।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী রবিবার গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের
বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি
স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও
শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল
জায়গা করে নেবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে
ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত
হবে।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ : ৫০ ওভারে ২৭১/৩ (ফারজানা ৫৩, শারমিন ৯৪*, নিগার ১০১; মায়া ১/২৮, পুথাওং ১/৪১, কামচম্ফু ১/৫৮)থাইল্যান্ড : ২৮.৫ ওভারে ৯৩/১০ (সুথিরুয়াং ২২, বুচাথাম ১৭, চাইওয়াই ১৫; ফাহিমা ৫/২১, সুমনা ৫/৭)ফল : বাংলাদেশ ১৭৮ রানে জয়ীম্যাচসেরা : নিগার সুলতানা জ্যোতি